পরিচয় পত্র হিসাবে বর্তমানে অন্যতম নথি হয়ে উঠেছে আধার কার্ড। তবে শুধু পরিচয়পত্র বললে ভুল হয় হয়, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের ভতুর্কি সবেতেই লাগে এই নথি। আর এবার পরিচয়পত্র পাবে আপনার জমিও। আপনি কি কোন জমির মালিক? তাহলে কিন্তু এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। গতকাল NDA সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর কেন্দ্রীয় সরকার মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় জানিয়ে দিয়েছে গ্রামীন এলাকায় একটি নির্দিষ্ট পরিচিত নম্বর জমির জন্য দেওয়া হবে।
তৈরি হতে চলেছে ভূ-আধার নম্বর
জনগণের পরিচয় পত্র হিসেবে অন্যতম হয়ে উঠেছে আধার কার্ড। এবার জমির জন্য তৈরি করা হচ্ছে ‘ভূ আধার নম্বর’। অর্থাৎ এবার ডিজিটালাইজেশনের যুগে ডিজিটাল হবে জমি সংক্রান্ত ব্যাপার। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে একযোগে কাজ করবে এই বিষয়ে।
জমি সংক্রান্ত সংস্কার গুলি কোথায় করা হবে?
জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজ রয়েছে সেগুলি গ্রামীন ও শহরাঞ্চল যেখানে খুশি হতে পারে। তার মধ্যে জমি সংক্রান্ত প্রশাসন, পরিকল্পনা ও ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি উপযুক্ত অর্থনৈতিক সাপোর্টেরও ব্যবস্থা করা হবে।
গ্রামীন এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী তরকে জানানো হয়েছে গ্রামীন এলাকায় জমি সংক্রান্ত যে পদক্ষেপ হয়েছে তাতে জমির জন্য ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর (ULPIN) বা ভূ আধার সংযুক্ত করা হবে।
এই পদক্ষেপের ফলে কি সুবিধা হবে?
- এই পদক্ষেপের ফলে জমি সংক্রান্ত মাপ কেবল নথিতে উল্লেখ থাকবে না নথিটি ডিজিটাল হয়ে ওঠায় আরো বেশি সুরক্ষিত থাকবে।
- ল্যান্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলির মধ্যেও সচ্ছতা থাকবে।
- এই ব্যবস্থার মাধ্যমে কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।
শহুরে এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপ
- এখানেও ল্যান্ড রেকর্ডকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হবে।
- জিআইএস ম্যাপিং এর ব্যবস্থা করা হবে। ফলে কার কতটা জমি কোথায় রয়েছে, কর সংক্রান্ত বিষয় পরিচালনা করা সহজ হবে।
- জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা থাকবে।
উল্লেখ্য এই গোটা ব্যবস্থা পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা ও আর্থিক সাহায্য করা হবে। সবমিলিয়ে মনে করা হচ্ছে এই নয়া ব্যবস্থার মাধ্যমে জমি সংক্রান্ত যেসব কারচুপি রয়েছে তা বন্ধ করার সম্ভব হবে।