Yuvasree Prakalpo Recruitment 2024: রাজ্যের সমস্ত কর্মপ্রার্থীদের জন্য দারুন বড় সুখবর। পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা স্কীমের পক্ষ থেকে সম্প্রতি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেডের বিভিন্ন ব্যাঙ্কে একাধিক কর্মী প্রয়োজন।
কোনপ্রকার পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে চাকরি পেতে পারো। এরজন্য কোন টাকা/পয়সা দেওয়া লাগবে না। কিভাবে আবেদন করবেন? বয়স কত লাগবে? কোথায় পোস্টিং পড়বে? শুন্যপদ কত আছে? এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি।
Important Dates
আবেদন শুরু | ইতিমধ্যে শুরু হয়ে গেছে |
আবেদনের শেষ তারিখ | ২৪শে নভেম্বর ২০২৪ তারিখ |
পদের নাম ও শুন্যপদ (Post Name & Vacancy)
পদের নাম | শুন্যপদ |
ফিল্ড অফিসার | ৭০ জন |
কালেকশন অফিসার | ১০ জন |
ব্রাঞ্চ ম্যানেজার | ০৪ জন |
মোট শুন্যপদ | ৮৪ টি |
আবেদনের যোগ্যতা (Criteria)
1/ Field Officer (ফিল্ড অফিসার)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক (10th Pass) পাস করতে হবে।
বয়সসীমা: নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স থাকা চাই।
অন্যান যোগ্যতা: নতুন এবং অভিজ্ঞ সবাই আবেদনযোগ্য। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
2/ Collection Officer (কালেকশন অফিসার)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক (10th Pass) পাস করতে হবে।
বয়সসীমা: এই পদে আবেদন করতে চাইলে, প্রার্থীর ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
অন্যান যোগ্যতা: নতুন এবং অভিজ্ঞ সবাই আবেদন করতে পারবেন।। পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য।
3/ Branch Manager (ব্রাঞ্চ ম্যানেজার)
শিক্ষাগত যোগ্যতা: ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য উচ্চমাধ্যমিক (12th Pass) পাশ করতে হবে। পাশাপাশি, মাইক্রোফিন্যান্স ব্যঙ্কের নুন্যতম ০১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর থেকে ৩৪ বছরের মধ্যে বয়স থাকা চাই।
এখানে আরেকটি পদ রয়েছে, যেটি হল- এরিয়া ম্যানেজার (Area Manager)। এই পদে আবেদন করতে চাইলে স্নাতক ডিগ্রী (Graduation) পাশ হতে হবে।
মাসিক মাইনে (Monthly Salary)
কোন পদে কত মাইনে পাবেন, তা আলোচনাসাপেক্ষ এবং ইন্টারভিউয়ের সময় জানতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি বেতন সংক্রান্ত কোন তথ্য দেওয়া নেই।
অতিরিক্ত সুবিধা
এখানে জয়েন করলে মাসিক বেতনের সাথে আপনি এই সমস্ত অতিরিক্ত সুবিধা গুলি পাবেন-
- শুধুমাত্র ফিল্ড অফিসারদের জন্য থাকার সুবিধা।
- ট্রাভেলিং এলাউন্স (Traveling Allowance),
- ESI,
- PF (Provided Fund),
- মোবাইল রিইম্বারসমেন্ট (Mobile Reimbursement),
- পারফরম্যান্স ভিত্তিক ইন্সেনটিভ (Performance Based Incentives),
- স্বাস্থ্য বীমা (Health Insurance) এবং
- দুর্ঘটনাজনিত বীমা (Accident Insurance) ইত্যাদি।
- দ্বিতীয় এবং তৃতীয় শনিবার ছুটি। রবিবার কাজ বন্ধ।
চাকরির স্থান (Job Location)
- ইসলামপুর,
- নবগ্রাম,
- বেলডাঙা,
- হরিহরপাড়া,
- দেবগ্রাম,
- ডাকবাংলো,
- রেজিনগর,
- করিমপুর,
- সাগরপাড়া,
- সাগরদিঘি,
- ভগবানগোলা,
- জিয়াগঞ্জ,
- সাটুই,
- জঙ্গিপুর,
- সালার,
- রামপুরহাট,
- ভরতপুর,
- বর্ধমান,
- মুর্শিদাবাদ,
- নদীয়া,
- বীরভূম।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
প্রথমেই, বলে রাখি এটি সম্পূর্ণ ফ্রি চাকরি। আবেদন করার জন্য বা চাকরিতে যোগদান করার জন্য কোনপ্রকার টাকা-পয়সা লাগবে না। তাই নিশ্চিন্ত থাকো।
কোনপ্রকার লিখিত পরীক্ষা এখানে হবেনা। দুটি ধাপের মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে। প্রথমে ইন্টারভিউ হবে ফেস টু ফেস, অর্থাৎ, আপনাকে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ইন্টারভিয় দিতে হবে। ইন্টারভিউতে পাশ করলে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে জয়েনিং দেওয়া হবে।
ইন্টারভিউ তথ্য
তারিখ | ২৪শে নভেম্বর ২০২৪ |
সময় | সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত |
ঠিকানা | হোটেল রুদ্র, মোহনা বাস স্ট্যান্ড, বহরমপুর, মুর্শিদাবাদ, 742101 |
ডকুমেন্ট কি লাগবে?
ইন্টারভিউ দিতে যাবার সময় এই সমস্ত ডকুমেন্ট একসেট জেরক্স করে এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন।
- আবেদনকারীর এক কপি বায়োডাটা।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- প্যান কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যাদের আছে)।
আবেদন পদ্ধতি (How To Apply)
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা দুইভাবে এখানে আবেদন জানাতে পারবেন। অনলাইনে ফর্ম ফিলাপ করে অথবা অফিসে ফোন কল করে। EMPLOYMENT BANK পোর্টাল থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নাও।
যোগাযোগের ঠিকানা
স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড। অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে ফোন নম্বর নিয়ে নাও।