Thursday, November 21, 2024
HomeJob Newsরাজ্যে সমাজকর্মী সহ নানা-পদে কাজের সুযোগ! আবেদন চলছে।

রাজ্যে সমাজকর্মী সহ নানা-পদে কাজের সুযোগ! আবেদন চলছে।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার দুর্দান্ত চাকরির খবর চলে এলো। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের কাছে এবার দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী হিসেবে যোগদান করার এক অনবদ্য সুযোগ রয়েছে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম, নিয়োগ কারী দপ্তর, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি নিয়ে খুঁটিনাটি সমস্ত তথ্যই আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে একটি সরকারি চাকরির খুঁজছেন তারা এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন।

পদের নাম

ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, অডিয়োলজিস্ট, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, স্টাফ নার্স, সোশ্যাল ওয়ার্কার বা সমাজকর্মী, সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার এবং পিয়ার সাপোর্ট পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে।

শূন্যপদ

পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিশিয়াল ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত পদ মিলিয়ে মোট ১০টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

১) বিভিন্ন পদের জন্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।

২) এক্ষেত্রে, সমাজকর্মী বা সোশ্যাল ওয়ার্কার পদে আবেদন করতে চাইলে সমাজবিদ্যা বা সোসিওলজিতে স্নাতক বা স্নাতক উত্তর ডিগ্রীর পাশাপাশি দুই বছরের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকা অবশ্যক।

৩) এছাড়াও, আবেদনকারীদের অবশ্যই স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স সীমা

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যবর্তী চাকরি প্রার্থীরা দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

আলাদা আলাদা পদের জন্য বিভিন্ন মাসিক বেতনের সুবিধা রয়েছে। এক্ষেত্রে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে কর্মীদের।

আবেদন পদ্ধতি

কিছু আবেদনকারীরা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। এর জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে তবেই আবেদন করবেন।

Follow Us

Site Navigation

Most Popular