Ration News: আর কিছুদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে গ্রাহকদের। এবারে এই বিষয়ে পিছিয়ে নেই রাজ্য সরকারও। পুজোর মরশুমে রেশন (Ration) গ্রাহকদের জন্য নতুন সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। বিনামূল্যে চাল, ডাল, আটা ইত্যাদির পাশাপাশি অন্যান্য সামগ্রীও এইবার মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
প্রতিবছর এই উৎসবের মরশুমে রেশন সামগ্রী অধিক পরিমাণে প্রদান করা হয়ে থাকে। এই বছরেও সেই ব্যবস্থার কোন রকম ব্যতিক্রম হবেনা। তবে রেশন কার্ডের (Ration Card) ক্যাটাগরি অনুসারে প্রতিটি গ্রাহক ন্যায্য পরিমাণ খাদ্য সামগ্রী বিনামূল্যে পাওয়ার পাশাপাশি অতিরিক্ত খাদ্যদ্রব্য পাবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে অফিসিয়াল (Official) ভাবে ঘোষণা করে জানানো হয়েছে যে এই বছরের অক্টোবর মাসে অতিরিক্ত রেশন মিলতে চলেছে প্রতিটি গ্রাহকের কাছে।
তবে অনেক সময়ই অসাধু রেশন ডিলার (Ration Dealer) এর কারনে গ্রাহকদের প্রাপ্য রেশন কম দেওয়া হয়ে থাকে। এই বিষয়ে প্রতিটি রেশন গ্রাহককে সচেতন থাকার নির্দেশনা জারি করা হয়েছে। এই বিষয়ে সচেতন থাকার জন্য অবশ্যই প্রতিটি কার্ড কিছু কত করে রেশন পাওয়া যাবে সেই বিষয়ে জেনে নেওয়া আবশ্যক।
২০২৪ সালের অক্টোবর মাসে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে?
অন্নদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড
এই কার্ডের গ্রাহকেরা প্রতিমাসে বিনামূল্যে একুশ কেজি চাল, ১৪ কেজি আটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন। এর পাশাপাশি এক কেজি চিনিও ন্যায্য মূল্যের এই কার্ডের গ্রাহকদের প্রদান করা হয়ে থাকে।
স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) এবং প্রায়োরিটি হাউস হোল্ড (PHH) রেশন কার্ড
এই কার্ডের গ্রাহকেরা প্রতি মাসে তিন কেজি চাল এবং ১.৯ কেজি আটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন। অনেক সময়ে আটা প্রয়োজন না হলে আটার বদলে দুই কেজি চাল প্রদান করা হয়ে থাকে এই কার্ডের গ্রাহকদের।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY) 1 ও 2
এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে সেই গ্রাহকেরা প্রতি মাসে প্রতিটি কার্ড পিছু ২ কেজি করে চাল পেয়ে থাকেন।
প্রতিমাসের শুরুতেই রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে প্রতিটি গ্রাহকের কাছে SMS এর মাধ্যমে রেশনের পরিমাণ পাঠিয়ে দেওয়া হয়। সেই পরিমাণ অনুসারে সেই মাসে গ্রাহকেরা রেশন তুলতে সক্ষম হন। ২০২৪ সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর উৎসবে রেশন পরিষেবায় পরিবর্তন আনতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী আগস্ট মাসের মতো অক্টোবর মাসেও অতিরিক্ত রেশন মিলবে গ্রাহকদের কাছে।