Thursday, November 21, 2024
HomePrakalpoসবাইকে 'স্মার্ট কার্ড' করে দিচ্ছে রাজ্য! কিভাবে বানাবেন? কি সুবিধা পাবেন?

সবাইকে ‘স্মার্ট কার্ড’ করে দিচ্ছে রাজ্য! কিভাবে বানাবেন? কি সুবিধা পাবেন?

৬০ বছরের ঊর্ধ্বে বয়সী একা থাকা নাগরিকদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা Pranam স্মার্ট কার্ডে নিজেদের নাম নথিভূক্ত করিয়ে নিতে হবে।

লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা রক্ষার জন্য কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে এক অভিনব প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সারাদেশে ৬০ বছরের ঊর্ধ্বে বয়সী নাগরিকদের সংখ্যা নেহাতই কিছু কম নয়। এই নাগরিকদের স্বাস্থ্য, সুরক্ষা এবং বিভিন্ন প্রয়োজনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে Pranam স্মার্ট কার্ড এর সুবিধা।

বর্তমানে কাজের সূত্রে বেশিরভাগ সময়েই ছেলেমেয়েদের বাইরে থাকতে হচ্ছে কিন্তু বাড়িতে প্রবীণ নাগরিকদের অর্থাৎ বাবা মাকে বাড়িতে একা রেখেই যেতে হয়। এক্ষেত্রে বাড়িতে একা থাকা বৃদ্ধ বাবা-মায়ের স্বাস্থ্য এবং নিরাপত্তার দায়িত্ব কে নেবে? শুধু এটাই নয়, যেসব মানুষরা সারা জীবন অবিবাহিত থেকে যান বৃদ্ধ অবস্থায় তাদের দায়িত্বই বা কার ঘাড়ে গিয়ে পড়বে?

এখন এর জন্য আর চিন্তার কোন প্রয়োজন নেই। এই সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিচ্ছে কলকাতা পুলিশ যার সঙ্গে যৌথ সহকারী হিসেবে রয়েছে স্বয়ং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর জন্য ৬০ বছরের ঊর্ধ্বে বয়সী একা থাকা নাগরিকদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা Pranam স্মার্ট কার্ডে নিজেদের নাম নথিভূক্ত করিয়ে নিতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

Smart Card-এর জন্য যে কেউ আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই শর্তগুলি সম্পর্কে।

১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২) আবেদনকারী কে ভারতের একজন প্রবীণ নাগরিক হতে হবে অর্থাৎ আবেদনকারীর বয়স ৬০ বছর অথবা তার ঊর্ধ্বে হতে হবে

৩) স্বামী স্ত্রী উভয়েই যদি ষাট বছরের উপরে বয়সী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও একা রয়েছেন বা অবিবাহিত এমন প্রবীণ ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

৪) আবেদনকারী প্রবীণ ব্যক্তিকে বা স্বামী-স্ত্রী উভয়কেই একা বসবাসকারী ব্যক্তি হতে হবে।

৫) আবেদনকারী কে কলকাতা পুলিশের অধীনে অবস্থিত মোট ৪৮ টি থানার অন্তর্গত যেকোনো একটি অঞ্চলের বাসিন্দা হতে হবে।

সুবিধা

দেশের প্রবীণ নাগরিকদের বিভিন্ন রকম বার্ধক্যজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে সেই ব্যক্তি যদি Pranam Smart Card-এর গ্রাহক হয়ে থাকেন তাহলে আপদকালীন চিকিৎসা সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ, কলকাতা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা, যে কোনরকম বিপদের সমাধান ইত্যাদি পেয়ে যাবেন। এইসবের পাশাপাশি কার্ডের উপভোক্তার যাতে মানসিক সুস্থতা বজায় থাকে সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

Pranam স্মার্ট কার্ডে আবেদনের জন্য কলকাতা পুলিশের অধীনে থাকা যেকোনো একটি থানায় গিয়ে PRONAM মেম্বারশিপ ফর্ম তুলে এনে সেটি সঠিক তথ্যের সাথে পূরণ করে আবেদন করতে পারবেন। এরপর সেই আবেদন পত্র যাচাইয়ের পর যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে Pranamের পক্ষ থেকে সদস্যের কার্ড প্রদান করা হবে।

উল্লেখ্য, Pranam  Smart Card-এর মাধ্যমে রাজ্যের প্রবীণ নাগরিকরা বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ম্যাগাজিনের লেখা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। প্রবীণ নাগরিকরা চাইলেই এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দের সাথে নিজেদের জীবন কাটাতে পারবেন।

Follow Us

Site Navigation

Most Popular