Thursday, November 21, 2024
HomeTrending Newsবন্ধ হচ্ছে ফ্রি রেশন! 30 শে সেপ্টেম্বরের মধ্যে না করলে, কাদের রেশন...

বন্ধ হচ্ছে ফ্রি রেশন! 30 শে সেপ্টেম্বরের মধ্যে না করলে, কাদের রেশন বন্ধ?

বন্ধ হয়ে যাচ্ছে বিনামূল্যে রেশন পরিষেবা! হ্যাঁ ঠিকই শুনছেন, ২০২০-২১ সাল থেকে যে বিনামূল্য রেশন পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় সরকার সেই পরিষেবাতেই এবার আসতে চলেছে বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এইবার বড় ঘোষণা করা হলো। সেই ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন।

ভারতের নাগরিকদের কাছে অন্যতম প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় রেশন কার্ড। এই কার্ডের প্রকৃতি অনুযায়ী অনেক সময়েই বিচার করা হয়ে থাকে সেই পরিবারের অর্থনৈতিক অবস্থান। ২০২১ সালে করোনা আবহে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করা হয়। এই নতুন রেশন ব্যবস্থায় বিভিন্ন রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী চাল ডাল চিনি ইত্যাদি বিনামূল্যে প্রদান করা হতো দেশবাসীকে।

২০২১ সালের পর থেকে চলতি বছর পর্যন্ত সেই বিনামূল্যের রেশন পরিষেবা চালু রয়েছে এই দেশে। ভারতবর্ষের লক্ষ লক্ষ জনগণ এই পরিষেবা গ্রহণ করে যথেষ্ট লাভবান হয়েছে। কিন্তু বর্তমানকালে একটি সমীক্ষা থেকে স্পষ্ট ভাবে জানা গিয়েছে যে কিছু অসাধু ব্যক্তির অবৈধ কালোবাজারির কারণে যে সমস্ত ব্যক্তির এই বিনামূল্য রেশন পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়, তারাই প্রকৃতভাবে এই পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারছেন না।

রেশনের কালোবাজারির কারণে অনেক সময়ই পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য সরকারের পক্ষ থেকে পাঠানো হলেও তার সঠিকভাবে পৌঁছচ্ছে না গ্রাহকদের কাছে। সম্প্রতিকালে এই বিষয়ে যথেষ্ট তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতিকালে এই রেশন ব্যবস্থা নিয়ে বড়সড়ো ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত রেশন কার্ডের সাথে বায়োমেট্রিক লিঙ্ক করান নি, তাদের রেশন কার্ডগুলি অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে প্রতিটি বৈধ রেশন কার্ডের বায়োমেট্রিক লিংক করিয়ে নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

যে সমস্ত ব্যক্তিরা এর পরেও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক তথা বায়োমেট্রিক লিংক করিয়ে নেবেন না তাদের সমস্ত রেশন কার্ডগুলি অবৈধ হিসাবে বিবেচনা করা হবে এবং সেই সমস্ত রেশন কার্ড বাতিল করা হবে। যার ফলে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের পর থেকে সেই সমস্ত অবৈধ রোশন কার্ডের গ্রাহকেরা আর কোনরকম রেশন পরিষেবা পাবেন না।

তাই এখনও পর্যন্ত যদি কেউ নিজেদের রেশন কার্ডের বায়োমেট্রিক লিংক না করিয়া থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী রেশন দোকানে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে বায়োমেট্রিক লিঙ্ক করিয়ে নিন।

Follow Us

Site Navigation

Most Popular