West Bengal Employment Bank Job Vacancy 2024: রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে চাকরি! মাধ্যমিক পাশে আবেদন।রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেডের অন্তর্গত বিভিন্ন ব্যাঙ্কের হয়ে কাজ করতে হবে।
এখানে চাকরি করতে গেলে কোনপ্রকার চার্জ দেওয়া বা টাকা-পয়সা লাগবে না। সম্পূর্ণ বিনামুল্যে এই কাজটি পাবেন। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, শুন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।
পদের নাম (Post Name)
- ফিল্ড অফিসার।
- সিনিয়র ফিল্ড অফিসার।
শুন্যপদ (Vacancy)
Post Name | Vacancy |
Field Officer | 70 |
Senior Field Officer | 10 |
Total Vacancy | 80 |
আবেদনের যোগ্যতা
1/ Field Officer
শিক্ষাগত যোগ্যতা: ফিল্ড অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক (10th Pass) পাশ করে থাকতে হবে।
বয়সসীমা: নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স থাকা চাই। বয়সের কোন ছাড় পাবেন না।
2/ Senior Field Officer
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম এক বছর বা তার বেশি MFI অভিজ্ঞ প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
মাসিক মাইনে (Monthly Salary)
অফিশিয়াল নোটিশে বেতন সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নেই। তুমি কত বেতন পাবে, তা আলোচনাসাপেক্ষ এবং ঠিক হবে ইন্টারভিউয়ের সময়। মাসিক মাইনের সাথে যে সমস্ত অতিরিক্ত সুবিধাগুলি পাবে তা হল-
- বিনামুল্যে থাকার সুবিধা
- Traveling Allowance
- ESI ও PF (Provided Fund)
- Mobile Reimbursement
- Performance Based Incentives
- Health Insurance
- Accident Insurance
- ৩য় এবং ৩য় শনিবার ছুটি। রবিবার কাজ বন্ধ।
চাকরির স্থান (Job Posting)
- গাজোল
- মালদা
- নালাগোলা
- রতুয়া
- গঙ্গারামপুর
- পতিরাম
- চাঁচল
- ইটাহার
- সামসি
- করণদিঘি
- হরিশচন্দ্রপুর
- পুখুরিয়া
- পাকুয়াহাট
- ডালখোলা।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
ইন্টারভিউয়ের ও অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করতে বা চাকরি পেতে কোনপ্রকার টাকা-পয়সা লাগবে না।
Interview Details
Interview Date | 22 November 2024 |
Interview Time | 9:00 am to 3:00 pm |
Interview Place | রতুয়া, লক্ষী হোটেল, রতুয়া বাস স্ট্যান্ড, মালদা। |
ডকুমেন্ট কি লাগবে?
- One copy of Biodata
- Aadhaar Card
- Voter card.
- PAN card.
- Marksheets and certificates of all educational qualifications.
- Cast Certificate (for those who have).
- Experience Certificate (if any).
আবেদন পদ্ধতি (How To Apply)
দুটি পদ্ধতি দেওয়া আছে আবেদন করার জন্য। আবেদনকারীদের অনলাইনে ফর্ম ফিলাপ করে অথবা সরাসরি ফোন করে আবেদন করতে পারবে। ফোন নম্বর পেতে EMPLOYMENT BANK পোর্টাল থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নাও।