Thursday, November 21, 2024
HomeTrending Newsমাধ্যমিক পাশের পর 'সেরা ৫টি সরকারি স্কলারশিপ'! ১০ থেকে ৯০ হাজার টাকা...

মাধ্যমিক পাশের পর ‘সেরা ৫টি সরকারি স্কলারশিপ’! ১০ থেকে ৯০ হাজার টাকা পাওয়ার সুযোগ

সবেমাত্র ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হল! এবছর ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো, পাশের হার বেড়েছে। নতুন সেশনে ভর্তিও শুরু হবে কিছুদিন পর থেকে। পরবর্তী শিক্ষার যা খরচ! এডমিশন ফি, বই-খাতাপত্র, টিউশন ফি। গরবী মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় পাবে এত টাকা?

এই কথা মাথায় রেখেই আজকে এমন ৫টি সরকারি স্কলারশিপের খোঁজ দেব! যেগুলিতে আবেদন করে, কিছু পরিমান আর্থিক সাহায্য পড়ুয়ারা পাবে।

WB Scholarship After 10th 2024

মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপ এর তালিকা

নং স্কলারশিপ বৃত্তির নাম
১.স্বামী বিবেকানন্দ স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ
২.ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (শিক্ষাশ্রী প্রকল্প)
৩.নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ
৪.পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ
৫.কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ

নুন্যতম মাধ্যমিক পাশ করলেই, তুমি এই সমস্ত স্কলারশিপে (WB Scholarship After 10th 2024) আবেদন করতে পারবে। উপরের সবকয়টি স্কলারশিপে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি তার সাথে সরকারি পোর্টাল গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Scholarship Bikash Bhaban)

১) বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।

২) নম্বর– মাধ্যমিকে নুন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

৩) আবেদন পদ্ধতি– অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে।

৪) অফিসিয়াল পোর্টাল– svmcm.wbhed.gov.in

৫) বাসিন্দা– প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বৃত্তির পরিমাণ- ১২,০০০/- টাকা থেকে ৯৬,০০০/- টাকা পর্যন্ত।

ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (OASIS Post Matric Scholarship 2023)

১) বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।

২) নম্বর– শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদনযোগ্য, নম্বরের কোন কড়াকড়ি নেই

৩) আবেদন পদ্ধতি– অনলাইনে।

৪) অফিসিয়াল পোর্টাল– oasis.gov.in

৫) বাসিন্দা– পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বৃত্তির পরিমাণ-২,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।

 নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna/Uttar Kanya Scholarship)

১) বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ৬০ হাজার টাকার কম হতে হবে।

২) নম্বর– যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে।

৩) আবেদন পদ্ধতি– অফলাইনের মাধ্যমে।।

৪) অফিসিয়াল পোর্টাল– cmrf.wb.gov.in

৫) বাসিন্দা– পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

৬) Nabanna Scholarship Application form: Download Now

বৃত্তির পরিমাণ-১০ হাজার টাকা।

 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ (Aikashree Scholarship 2022) 

১) বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।

২) নম্বর– যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। শুধুমাত্র (WB Scholarship After 10th 2024) সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারাই আবেদন করতে পারবে (যেমন- মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং যৌন সম্প্রদায়)।

৩) আবেদন পদ্ধতি– অনলাইনে।

৪) অফিসিয়াল পোর্টাল– wbmdfcscholarship.in

৫) বাসিন্দা– পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বৃত্তির পরিমাণ- ১৬,০০০ টাকা পর্যন্ত।

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship Portal)

১) বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।

২) নম্বর– মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবে।

৩) আবেদন পদ্ধতি– অনলাইনে।

৪) অফিসিয়াল পোর্টাল– scholarship.gov.in

৫) বাসিন্দা– পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বৃত্তির পরিমাণ- ১০০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত।

 এর পরবর্তী প্রতিবেদনে ‘মাধ্যমিক পাশের পরে পশ্চিমবঙ্গে প্রাইভেট স্কলারশিপ কি কি রয়েছে?’ সেইগুলি নিয়ে আলোচনা করব।

Follow Us

Site Navigation

Most Popular