Thursday, November 21, 2024
HomeLatest Jobটাটায় একগুচ্ছ কর্মী নিয়োগ, আবেদন করলেই ইন্টারভিউয়ের সুযোগ!

টাটায় একগুচ্ছ কর্মী নিয়োগ, আবেদন করলেই ইন্টারভিউয়ের সুযোগ!

আবারও আইটি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফে জানানো হয়েছে বিপুল সংখ্যক প্রার্থীদের তিনটি ভিন্ন পদে নিয়োগ করা হবে। যে কোনো ফ্রেশারস পদগুলিতে আবেদন জানাতে পারবেন। জানা গিয়েছে, প্রার্থীদের বেতনও হবে বেশ ভালো।

বিগত কয়েকবছরে যেভাবে আইটি সংস্থাগুলিতে প্রার্থী নিয়োগের সংখ্যা কমেছিল তাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেমেয়েদের। এমতাবস্থায় টিসিএস বিপুল পরিমাণে ফ্রেশারস নিয়োগ করায় মুখে হাসি ফুটেছে সদ্য পাশ করা প্রার্থীদের।

জানা গিয়েছিল,আইটি ক্ষেত্রে পরিষেবার চাহিদা কমে যাওয়ায় নিজেদের খরচ কমাতেই ফ্রেশারস নিয়োগ বন্ধ করে দিয়েছিল প্রতিটি সংস্থা। কিন্তু এদিক থেকে টিসিএস এই পথে হাঁটেনি। এর আগেও বিপুল সংখ্যক ফ্রেশারস নিয়োগ করেছিল টিসিএস। আজকের প্রতিবেদনে জেনে নিন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য।

Post Name

সংস্থার তরফে জানানো হয়েছে যে, প্রার্থীদের নিনজা, ডিজিটাল এবং প্রাইম পদগুলিতে নিয়োগ করা হবে।

Vacancy

মোট ১০ হাজার ফ্রেশারসদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Salary

সংস্থার তরফে জানা গিয়েছে, প্রার্থীদের বিভিন্ন বিভাগের সর্বোচ্চ ৭ লক্ষ টাকা বেতন প্রদান করা হবে।

Selection

জানা গিয়েছে, ফ্রেশারদের নিয়োগ করতে ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট নেবে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস। ইতিমধ্যে ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমেই নিয়োগের কাজ চলছে। এই ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট তৈরি করেছে টি TCS, যদিও টিসিএস ছাড়া অন্যান্য সংস্থাও কর্মী নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা ব্যবহার করছে।

উল্লেখ্য, ২০২৩ অর্থবর্ষে মাত্র ২২৬০০ কর্মী নিয়োগ করেছিল টিসিএস। ২০২২-এও ১.৩০ লাখ কর্মী নিয়োগ করেছে তারা।

চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের জন্য অবশ্যই ওয়েব ফলো রাখুন এই ওয়েবসাইটটি। এর সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হোন। সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না।

Follow Us

Site Navigation

Most Popular