রেল হোক বা গ্যাস সর্বক্ষেত্রেই আমরা দেখেছি ইন্সুরেন্স এর ব্যবস্থা। আজকাল পথে-ঘাটে দুর্ঘটনা লেগেই রয়েছে। কখনো ট্রেন উল্টে যায় তো কখনো আবার রান্নার গ্যাস বিস্ফোরণ করে লেগে যায় আগুন। যে কারণে মানুষের প্রাণের নিশ্চয়তা আজ দেওয়া বড়ই কঠিন।
এমন সময় রতন টাটার কোম্পানি থেকে নিয়ে আসা হলো একটি নতুন ইনসুরেন্স প্যাকেজ (Insurance Package)। যে প্যাকেজ অনুযায়ী ভ্রমণ বীমা পণ্য সংক্রান্ত সুযোগ-সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারী। যারা ইতিমধ্যেই দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসেন তাঁদের জন্যই মূলত এই নতুন কাভারেজ। Tata AIG ‘Travel Guard Plus’ Insurance নামক ইন্সুরেন্স প্রকল্প চালু করেছে। যেটি যেমন মানুষের ভ্রমণের চাহিদা পূরণ করবে ঠিক তার পাশাপাশি পূরণ করবে আরও ৪১টি কভারেজ।
Tata AIG Travel Insurance Benefits
- ল্যাগেজ ছাড়ানো
- কোথাও থাকার ব্যবস্থা
- বাসস্থানের বর্ধিতকরণ
- বিজনেস ক্লাসে আপগ্রেডশন
- দুর্ঘটনা
- তাৎক্ষণিক তৃপ্তি
- ফ্লাইট ক্যান্সেলেশন ইত্যাদি।
Tata AIG Travel Guard সম্পর্কে বলতে গিয়ে প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (Tata AID General Insurance Limited) সৌরভ যশোয়াল জানিয়েছেন, “এই বিশেষ ইন্সুরেন্সের ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রাহকদের সমস্ত কিছুর কথা মাথায় রেখেই এই প্লানটি ডিজাইন করেছি।
Travel Guard Plus তাদের দুঃসাহসিক কাজ শুরু করতে পারবেন খুব আশ্বাসের সঙ্গে। এখানে সমস্ত রকম অপ্রত্যাশিত পরিস্থিতির বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হবে। প্রত্যেকটি ভ্রমণকারী নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী মানসিক চাপমুক্ত থাকতে পারবেন এবং বিভিন্ন অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন।”
বিশেষ সংযোজন
1/ Annual Multiple Cover: ১৮০ দিন পর্যন্ত।
2/ Travel with single policy option up to 365 days
3/ Care at Home, Baggage Trekking, হারানো পাসপোর্ট এর ট্রাকিং ইত্যাদি সুবিধা রয়েছে এখানে।
4/ ছাত্র-ছাত্রী যারা রয়েছেন তাদের পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ (Travel Abroad) বা অল্প সময়ের জন্য কোথাও ভ্রমণের পরিষেবাও দেবে এই বিশেষ প্ল্যান।
5/ Senior Plus Plan (৭১ থেকে ৮০ বছর পর্যন্ত) চিকিৎসার বীমা রয়েছে। Super Senior Plan (৮০ বছরের উর্ধ্বে) চিকিৎসার জন্য বিশেষ টাকার অংক বরাদ্দ করা হয়েছে।