সারা দেশের সরকারি বেসরকারি ব্যাংক গুলিতে এবং পোস্ট অফিসে বিভিন্ন ধরনের সেভিংস স্কিম রয়েছে। তবে বর্তমানে ভারতীয় ডাক বিভাগ এমন কিছু আকর্ষণীয় সেভিংস স্কিমের (Savings Scheme) সূচনা করেছে যার জন্য ভারতবাসীকে আর কোনো রকম অনিশ্চয়কারী সংস্থায় নিজেদের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করতে হবে না।
ভারত সরকারের বিশ্বস্ত জাত বিভাগে নিজেদের টাকা বিনিয়োগ করে সুরক্ষিতভাবে নির্দিষ্ট সময় পরে মোটা অংকের রিটার্ন পাওয়া সম্ভব।
এই সমস্ত অর্থ বিনিয়োগের সিমের মধ্যে অন্যতম রয়েছে পোস্ট অফিসের দুটি সেভিংস স্কিম। যেগুলি হল –
১) ন্যাশনাল সেভিংস স্কিম বা NSC।
২) ফিক্সড ডিপোজিট বা FD।
কিন্তু সর্বমোট পাঁচ বছরের জন্য আপনারা যদি নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করেন তাহলে এই দুটি স্কিমের মধ্যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করলে সবথেকে বেশি রিটার্ন (Investment Return) পাবেন সেই সম্পর্কে অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।
আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বের নিবারণ ঘটাতে আজকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই দুটি স্কিমে পাঁচ বছরের জন্য অর্থ সঞ্চয় করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
১) National Savings Scheme বা NSC
এই স্কিমের সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিম (National Savings Certificate Scheme) বা NSC স্কিম। এই স্কিম এর মাধ্যমে বিনিয়োগকারীরা (Investors) ন্যূনতম ১ হাজার টাকা থেকে সঞ্চয় করতে পারবেন।
এক হাজার টাকার পরে সর্বোচ্চ যেকোনো পরিমাণ টাকার জন্য আপনারা আবেদন করতে সক্ষম হবেন। এই স্কিমে প্রতি বছরের সুদের পরিমাণ হলো ৭.৭ শতাংশ।
২) ফিক্সড ডিপোজিট বা FD
অপরদিকে, পোস্ট অফিসের আরো একটি অন্যতম জনপ্রিয় স্কিম হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা FD। বহু বছর ধরে ভারতের মানুষ ভারতীয় ডাক বিভাগের এই অর্থ সঞ্চয়ের পদ্ধতির উপর ভরসা করে এসেছেন।
এক্ষেত্রেও, ন্যূনতম এক হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন সকলেই এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনরকম সীমা নির্ধারিত করা নেই। তবে এক্ষেত্রে কোয়াটারলি বেসিসে (on Quarterly Basis) ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়।
পাঁচ বছরের জন্য কোন স্কিমে সঞ্চয় করা বেশি লাভজনক হবে?
ভারতীয় ডাক বিভাগের FD স্কিমে যেহেতু কোয়াটারলি অর্থাৎ চার মাসে একবার সুদের অংক প্রদান করা হয়।
সেই কারণে এই ক্ষেত্রে ৫ বছরের জন্য ৫০,০০০/-, ১,০০,০০০/- এবং ২,০০,০০০/- টাকা বিনিয়োগ করলে রিটার্ন হিসাবে পাওয়া যায় যথাক্রমে, ৭২,৪৯৭/- টাকা, ১,৪৪,৯৯৫/- টাকা এবং ২,৮৯,৯৯০/- টাকা।
যেখানে, NSC স্কিমের মাধ্যমে এই রিটার্নের পরিমাণই হয়ে যায় যথাক্রমে ৭২,৪৫২/- টাকা, ১,৪৪,৯০৩/- টাকা এবং ২,৮৯,৮০৭/- টাকা।