Thursday, November 21, 2024
HomeTrending Newsফ্রিতে ওয়াইফাই দিচ্ছে সরকার! ২৫ টাকায় পাবেন ৭ দিন আনলিমিটেড নেট।

ফ্রিতে ওয়াইফাই দিচ্ছে সরকার! ২৫ টাকায় পাবেন ৭ দিন আনলিমিটেড নেট।

এবার থেকে আর টাকা দিয়ে কিনতে হবে না ইন্টারনেট পরিষেবা। দেশ জুড়ে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওয়াইফাই কানেকশন।

সারা দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বা PM-WANI প্রকল্প। যার সাহায্যে কোনরকম টাকা বিনিয়োগ ছাড়াই বিনামূল্যে পেয়ে যেতে পারেন হাই স্পিড ওয়াইফাই নেটওয়ার্ক।

PM Wani কী? কোথা থেকে চালু করা হয়েছে এই প্রকল্প? এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী? এর সাহায্যে কী কী সুবিধা পেয়ে যাবেন সাধারন মানুষ? এই সমস্ত কিছু বিস্তারিত জানতে পড়ে নিন আজকের প্রতিবেদন।

PM Wani Yojana কী?

PM Wani বা প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ হল এমন একটি প্রকল্প, যার সাহায্যে সাধারণ মানুষ পেয়ে যাবেন বিনা মূল্যে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা। সাধারণত ওয়াইফাই এর মাধ্যমে সরকারের দ্বারা প্রদান করা হবে এই ইন্টারনেট পরিষেবা।

সুবিধা- এই প্রকল্পের সাহায্যে যে কোন পাবলিক প্লেসে বা রেলওয়ে স্টেশনে জরুরী কালীন অবস্থায় দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবহার করতে পারবেন বিনামূল্যে উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক।

কোথায় শুরু হয়েছে এই প্রকল্প?

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এই অভিনব প্রকল্প। এই প্রকল্প লাঘু করার জন্য কাজ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন এর মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

উত্তর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে ১০৪টি ওয়ার্ডের মধ্যে মোট ৯০টিতে ওয়াই-ফাই হটস্পট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১৮০০ টিরও বেশি স্থানে স্থাপন করা হবে এই hotspot পরিষেবা।

উত্তর দিল্লির পাশাপাশি দক্ষিণ দিল্লিতে ও শুরু হয়ে গিয়েছে ওয়াইফাই হটস্পট স্থাপন করার কাজ। এখানের মোট ১০৪ টি ওয়ার্ডের মধ্যে ৬৫ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে স্থাপন করা হচ্ছে হটস্পট।

এছাড়াও বিভিন্ন সময়ে দেরাদুন, মথুরা, মধ্য প্রদেশ সহ আরও অন্যান্য স্থানে শুরু হয়ে গিয়েছে PM-WANI প্রকল্পের কাজ। দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে PM-WANI ওয়াইফাই নেটওয়ার্ক।

এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী?

১) বিনামূল্যে বা খুবই কম খরচে ইন্টারনেট পরিষেবা সাধারণ মানুষকে প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
২) এর ফলে দেশের প্রতিটি জায়গার মানুষ, কেউই বঞ্চিত হবে না ইন্টারনেট পরিষেবার থেকে।

৩) ফ্রি ওয়াইফাই অ্যাক্সেসের কারণে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটবে। দেশের সর্বত্র অনলাইন পরিষেবা শুরু হবে।

৪) সর্বোপরি সমগ্র দেশবাসীর কথা মাথায় রেখেই আজকের বিশ্বায়নের যুগে ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা সহজেই প্রদান করার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে।

Follow Us

Site Navigation

Most Popular