যুগ যত এগোচ্ছে ততই বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইন্টারনেট পরিষেবা। মানুষ আর এক মুহূর্ত ইন্টারনেট ছাড়া থাকতে পারে না একসময় ছিল সেলুলার নেটওয়ার্কের যুগ এখন সেলুলার নেটওয়ার্ক চলে গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রবেশ করছে ওয়াইফাই।
ওয়াইফাই ছাড়া বাড়িতে থাকা ল্যাপটপ কিংবা কম্পিউটার চালানো বড়ই মুশকিল হয়ে পড়েছে। তবে ওয়াইফাই থাকলেই হল না ওয়াইফাই প্রত্যেক মাসে চালানোর রয়েছে ভীষণ বড়সড় খরচ। খুব ভালোভাবে লক্ষ্য করা গেলে যে সমস্ত ইউজাররা রয়েছেন তারা হাজার টাকার মতো খরচ করে থাকেন ওয়াইফাই এর পেছনে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সুখবর। মাসে এত টাকা খরচ করার আর দরকার হবে না বলেই জানা যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনা হয়েছে একটি বিশেষ স্কিম। যে স্কিম অনুযায়ী যে কোনও ব্যক্তি একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন ওয়াইফাই এর সুবিধা। কোন স্কিমের কথা বলছি আমরা?
প্রধানমন্ত্রী সম্প্রতি যে স্কিমটি এনেছেন তার নাম পিএম ওয়ানি স্কিম। ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী প্রথম নির্বাচিত হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার কথা। তারপরেই আস্তে আস্তে সব কিছু ডিজিটালাইজ হতে শুরু করেছিল। এর একটাই মাত্র লক্ষ্য ছিল যেহেতু পশ্চিমের দেশগুলি ইতিমধ্যেই ডিজিটাল প্রযুক্তির মধ্য দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে নিজেদের সমাজকে কর্মকাণ্ডকে ঠিক তেমনি ভারত যাতে একই পথে এগোয়। সেই দিকেই লক্ষ্য রেখেছিলেন প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে এই স্কিমের মাধ্যমে দেশের যেকোনো পাবলিক প্লেস যেমন এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, পার্ক, মেট্রো স্টেশন, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জনগণের জন্য প্রদান করা হবে ফ্রি ওয়াইফাই। থাকবে আনলিমিটেড ইন্টারনেট হাই স্পিড ইন্টারনেট এবং নিরাপত্তাও।
প্রথমেই নিজের ফোনের সেটিংস খুলে নিতে হবে এবং সেখানে চলে যেতে হবে ওয়াইফাই অ্যান্ড ইন্টারনেট সেকশনে। তারপর নিজের ওয়াইফাইয়ের টুগল টিকে অন করে নিতে হবে। অ্যাভেলেবল নেটওয়ার্কে PM Wani নেটওয়ার্কের নাম যখন দেখতে পাবেন সেখানেই ক্লিক করতে হবে। তারপর নিজের ফোন নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করিয়ে নিতে হবে। এরপর ওকে অপশনে ক্লিক করলেই ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে যাবে আপনার ফোন।