Thursday, November 21, 2024
HomePrakalpoপ্রধানমন্ত্রী বেরোজগার ভাতা! প্রতিমাসে ৩,৫০০/- টাকা বেকার ভাতা দিচ্ছে কেন্দ্র

প্রধানমন্ত্রী বেরোজগার ভাতা! প্রতিমাসে ৩,৫০০/- টাকা বেকার ভাতা দিচ্ছে কেন্দ্র

আমাদের দেশে বেকারত্ব একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে যত বেশি মানুষ শিক্ষিত হয়ে উঠছে, তার সমানুপাতে কাজের বিকল্পগুলি বৃদ্ধি পাচ্ছে না। যার ফলে কর্মসংস্থানহীন বেকার যুবক যুবতীর সংখ্যা দেশে প্রতিমুহূর্তেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইবার দেশের বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হল প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা। ২০২৪ সালের নির্বাচনের পরেই এই যোজনার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দেশের বেকার মানুষদের সহায়তা প্রদান করার জন্যই মূলত এই প্রকল্পের সূচনা করা হয়েছে।

দেশে বিভিন্ন ধরনের চাকরি পাওয়ার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হয়। এর পাশাপাশি কর্মসংস্থানহীন যুবকদের বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করার জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এমন প্রকল্প নিয়ে আসা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা গুলি পাওয়ার জন্য মানতে হবে বেশ কিছু শর্ত।

এই প্রকল্প আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। আবেদনকারীকে অন্ততপক্ষে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি বিভিন্ন উচ্চশিক্ষার ডিগ্রী থাকলেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ শর্তটি হল, আবেদনকারীকে অবশ্যই দেশের বেকার যুবক-যুবতীদের মধ্যে হতে হবে। কোনরকম সরকারই অথবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নীচে বলে দেওয়া ধাপ গুলি অনুসরণ করে সকল আবেদনকারীকে আবেদন করতে হবে। প্রথমেই প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা ২০২৪ এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে নিতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে নিজের বাসস্থানের, বয়সের এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা করতে হবে।

অনলাইন মাধ্যমে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। সর্বশেষে সম্পূর্ণ আবেদনটি সাবমিট করে দিলে তার কিছুদিন পর যাচাই করুন প্রক্রিয়ার সমাপ্ত হলে আবেদনকারী এই যোজনার মাধ্যমে সমস্ত সুবিধা পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনার মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে উপভোক্তার ব্যাংক একাউন্টে। এর পাশাপাশি বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এছাড়াও উপভোক্তাদের স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ওপরেও নজর দেওয়া হবে।

এক্ষেত্রে বলে রাখি, এই প্রকল্প কিন্তু শুধুমাত্র ভারতের অঙ্গরাজ্য ছত্তিশগড়েই শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই ভারতের অন্য সমস্ত অঙ্গরাজ্য গুলিতে এই প্রকল্প শুরু করে দেওয়া হবে। এই বিষয়ে আরো আপডেট জানতে আমাদের ওয়েব পেজটিকে নিয়মিত ফলো করুন।

Follow Us

Site Navigation

Most Popular