Thursday, November 21, 2024
HomeJob Newsবর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? পুজোর আগে ৬টি সরকারি চাকরির...

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? পুজোর আগে ৬টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি, বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? পশ্চিমবঙ্গ রাজ্যে অক্টোবর হল উৎসবের মাস। তবে এর পাশাপাশি ২০২৪ সালের অক্টোবর মাস কিন্তু চাকরিপ্রার্থীদের জন্যও অত্যন্ত ভালো সময় হয়ে উঠেছে। এই সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে চাকরিপ্রার্থীরা সহজেই কিন্তু এই বছরের মধ্যেই একটি সরকারি চাকরি পেতে সক্ষম হবেন।

এর কারণ আর কিছুই নয়, আসলে ভারতের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেখানে চলছে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ। এক্ষেত্রে কয়েক শ’ থেকে কয়েক হাজার পর্যন্ত শূন্যপদ রয়েছে।

আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা আপনাদের সামনে এমনই মোট ছয়টি চাকরির খবর তুলে ধরতে চলেছি। এই সমস্ত চাকরিগুলির জন্য কোথায় আবেদন করবেন কোন কোন যোগ্যতা লাগবে ইত্যাদির যাবতীয় প্রয়োজনীয় নথি পেয়ে যাবেন এই প্রতিবেদন থেকেই।

১) রেলওয়ে NTPC আন্ডারগ্রাজুয়েট পোস্ট

পদের নাম: Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk Cum Typist, Train Clerk।

নিয়োগকারী সংস্থা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB

শূন্য পদের সংখ্যা: ৩৪৪৫টি।

মাসিক বেতন: ১৯,৯০০/২১,৭০০ টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস

বয়স সীমা: ১৮ বছর থেকে ৩৩ বছর।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি: CBT 1, CBT 2, Skill Test, DV, Medical Test

আবেদনের শেষ তারিখ: ২০/১০/২০২৪

২) রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পোস্ট

পদের নাম: Chief Commercial Cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant Cum Typist, Senior Clerk Cum Typist

নিয়োগ কারী সংস্থা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB

শূন্য পদের সংখ্যা: ৮১১৩ টি।

মাসিক বেতন: ২৯,২০০/৩৫,৪০০ টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

বয়স সীমা: ১৮ বছর থেকে ৩৩ বছর।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি: CBT 1, CBT 2, Skill Test, DV, Medical Test

আবেদনের শেষ তারিখ: ১৩/১০/২০২৪

৩) SSC GD কনস্টেবল নিয়োগ

পদের নাম: GD কনস্টেবল।

নিয়োগকারী সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন।

প্রয়োজনীয় যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস।

বয়স সীমা: ১৮ বছর থেকে ৩৩ বছর।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে SSC র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি: CBT, PST, PET, Medical, DV

আবেদনের শেষ তারিখ: ১৪/১০/২০২৪

৪) NABARD অফিস অ্যাটেনডেন্ট নিয়োগ

পদের নাম: অফিস অ্যাটেনডেন্ট।

নিয়োগ কারী সংস্থা: NABARD

প্রয়োজনীয় যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস।

বয়স সীমা: ১৮ বছর থেকে ৩০ বছর।

আবেদন পদ্ধতি: অনলাইন।

নিয়োগ পদ্ধতি: CBT

আবেদনের শেষ তারিখ: ২১/১০/২০২৪

পরীক্ষার তারিখ: ২১/১১/২০২৪

৫) NTPC SAIL নিয়োগ

পদের নাম: ট্রেইনি।

নিয়োগকারী সংস্থা: NTPC

প্রয়োজনীয় যোগ্যতা: ডিপ্লোমা।

বয়স সীমা: ১৮ বছর থেকে ২৭ বছর।

মাসিক বেতন: ৩৪,০০০/- টাকা (স্টাইপেন্ড)।

আবেদন পদ্ধতি: অনলাইন।

আবেদনের শেষ তারিখ: ১০/১০/২০২৪

৬) পূর্ব রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগ

পদের নাম: অ্যাপ্রেন্টিস।

নিয়োগ কারী সংস্থা: RRB/রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ।

প্রয়োজনীয় যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস এবং ITI সার্টিফিকেট।

বয়স সীমা: ১৫ বছর থেকে ২৪ বছর।

আবেদন পদ্ধতি: অনলাইন।

আবেদনের শেষ তারিখ: ২৩/১০/২০২৪

Follow Us

Site Navigation

Most Popular