চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো আবারও এক সুখবর! এবার ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হলো এক ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি। ভারতের মোট ১ লক্ষ ৬৯টি পোস্ট অফিসে এই ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।
শুধুমাত্র চাকরি প্রার্থীরাই নয় ন্যূনতম যোগ্যতা থাকলে এই ইন্টার্নশিপের মাধ্যমে সার্টিফিকেট পেতে পারবেন সকল শিক্ষার্থী। এই বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনটিতে।
Internship Details: ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এই ইন্টার্নশিপের বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে।
কোন বিষয়ে ইন্টার্নশিপ করানো হবে?
দেশের বিভিন্ন যুবক যুবতীরা যাতে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন এবং ডাক বিভাগের বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত হয়ে শিক্ষা লাভ করতে পারেন সেই কারণে ডাক বিভাগের পক্ষ থেকে এই ট্রেনিং প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা ডাক বিভাগের বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারবেন।
প্রশিক্ষনের মেয়াদ: অফিসার বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে মোট ৩০ দিন থেকে ৪৫ দিনের ইন্টার্নশিপ চলবে।
আবেদনের যোগ্যতা
এই প্রোগ্রামে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে এক বছরের আন্ডারগ্রাজুয়েট কোর্স করে থাকতে হবে। তবে যে সমস্ত প্রার্থীরা গ্রাজুয়েশন শেষ করেছেন তারাও এইক্ষেত্রে আবেদন করতে পারবেন।
Application Fees
নিজেদের নাম নথিভুক্ত করার জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না এমনকি এই ট্রেনিংয়ের জন্য কোন রকম ফি দিতে হবে না। তবে ইচ্ছুক প্রার্থীদের অফলাইন মাধ্যমে ট্রেনিংয়ের জন্য নিজস্ব ল্যাপটপ থাকা অবশ্যক।
কোন সুবিধা পাওয়া যাবে?
এই ট্রেনিংয়ের শেষে যোগ্যপ্রার্থীদের চাকরি দেওয়া হবে এমন কোন রকম উল্লেখ বিজ্ঞপ্তিতে করা হয়নি। এমনকি এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি কোন চাকরি নয় বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কীভাবে আবেদন করতে হবে?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। নিজেদের নাম নথিভুক্ত করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর নিজস্ব ডাক বিভাগের ডিভিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যদি আপনার নিকটবর্তী ডাক বিভাগে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয় তবে সেইখানে আপনি সরাসরি আবেদন করতে পারবেন।
তাই যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলুন। এছাড়াও এই ইন্টার্নশিপ সম্পর্কে আরো বিশদে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।