ICICI Bank Recruitment: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে ICICI ব্যাংকে কর্মী নিয়োগ | ICICI Bank Recruitment 2024 : আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন? ব্যাঙ্কিং লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? তাহলে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ চাকরি-প্রার্থীদের জন্য ICICI
ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ICICI ব্যাংকের তরফ থেকে যেখানে একাধিক পদে, বড় সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে মূলত ব্যাংক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাঙ্কিং সেগমেন্ট (Back Office Corporate Department)। যদি আপনি আগ্রহী হন তাহলে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে ICICI ব্যাংকে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।
পদের নাম
- ব্যাক অফিস এক্সিকিউটিভ।
- রিলেশনশিপ ম্যানেজার।
- এক্সিকিউটিভ অফিসার।
- ডাটা এন্ট্রি অপারেটর।
- KYC ভেরিফিকেশন।
- ব্যাঙ্কিং অফিসার।
শূন্যপদ | ৩৮০ টি। |
নিয়োগ কেন্দ্র | পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। |
প্রার্থীর বয়স | ২০ বছর থেকে সর্বোচ্চ ৩১ বছরের মধ্যে। |
বেতন | মাসে ১৮,০০০/- টাকা থেকে ২৩,৬০০/- টাকা পর্যন্ত। |
ICICI Bank Customer Service Officer (CSO) Job
ICICI ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা প্রার্থীকে একটি বায়োডাটা প্রস্তুত করে সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়াও চাকরিপ্রার্থীর কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক।
Apply for ICICI Bank Job
এখানে চাকরি পাওয়ার সবথেকে বড় সুখবর হলো চাকরিপ্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ইন্টারভিউয়ে সিলেকশন হলেই চাকরি-প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে।
ICICI Bank Interview Process & Timing
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ হবে। নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছাতে হবে। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ হবে সেটা নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন।
চাকরির ধরন : স্থায়ী / রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রোমোশন দেওয়া হবে।
Required Documents Collection in ICICI BANK
- জন্ম প্রমান পত্র।
- পরিচয় পত্র, যথা আধার কার্ড ভোটার কার্ড।
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো
- আবেদনকারীর স্বাক্ষর।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
- বায়োডাটা।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
Contact Number | 9038525386 |
Note: কোনো টাকা/পয়সা চাইলে দেবেন না। মনে রাখবেন টাকা দিয়ে চাকরি হয়না।