Thursday, November 21, 2024
HomeTrending Newsএই ব্যবসা শুরু করুন Mini ATM দিয়ে, প্রতিমাসে আয় হবে ৫০ হাজার...

এই ব্যবসা শুরু করুন Mini ATM দিয়ে, প্রতিমাসে আয় হবে ৫০ হাজার টাকা!

ব্যবসার এক নতুন মাধ্যমের সাহায্যে আপনিও করে নিতে পারেন প্রতিদিনই ২০০০ টাকা পর্যন্ত রোজগার। অর্থাৎ প্রতিমাসে ৬০,০০০ টাকা এমনকি তার বেশিও রোজগার করার সুবিধা মিলছে। এই ব্যবসা করলে। এটি কোন ব্যবসা? কীভাবে করতে হবে? কোন পদ্ধতিতে টাকা পাওয়া যাবে? ব্যবসায় প্রাথমিকভাবে কত টাকা বিনিয়োগ করতে হবে? ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদন থেকে।

বর্তমানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ যাই বলি না কেন সেখানেই সরকারি চাকরি পাওয়ায় বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয় চাকরিপ্রার্থীদের। এক কথায় বর্তমানে সরকারি চাকরির বাজার যে খুব একটা ভালো নয়, সেই সম্পর্কে প্রায় সকলেই জানেন। অন্যদিকে বেসরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকমের দক্ষতার পাশাপাশি চাকরিপ্রার্থীদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন হয়।

এই সমস্ত কারণেই বর্তমানে দেশের প্রচুর মানুষ ব্যবসার দিকে অগ্রসর হচ্ছেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ যেমন হয়ে থাকে তেমনি ঠিকমতো ব্যবসা চালাতে না পারলে বা ব্যবসায়িক বুদ্ধি লাগাতে না পারলে বিরাট পরিমাণে ক্ষতির আশঙ্কাও থেকেই যায়। কিন্তু আজকে আমরা এমন একটি ব্যবসার পদ্ধতির কথা আপনাদের কাছে নিয়ে এসেছি, যেখানে কোনরকম ক্ষতির আশঙ্কা ছাড়াই শুধু মাত্র লাভ করা সম্ভব।

এই ব্যবসা হল মাইক্রো ATM এর ব্যবসা। আমরা তো সকলেই ATM বা অটোমেটেড টেলার মেশিনের কথা জানি কিন্তু মাইক্রো ATM কী, সেই সম্পর্কে আপনারা কেউ জানেন কী? আসলে এই মাইক্রো বা মিনি ATM হল বড় ATM এরই ছোট ভার্সন। এবার আসুন এই মাইক্রো ATM এর সাহায্যে কীভাবে রোজগার করা সম্ভব সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সাধারণ ATM এর মতই মাইক্রো ATMও মানুষের টাকা পয়সা তোলার একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

বর্তমানে সমস্ত জায়গায় অনলাইনে লেনদেন করার সুবিধা থাকলেও দেশের প্রচুর মানুষ ক্যাশের মাধ্যমে টাকা-পয়সার লেনদেন পছন্দ করেন। সেক্ষেত্রে অনেক সময় এই টাকার ঘাটতি দেখা দিলে সেই সমস্ত ব্যক্তিকে নিকটবর্তী ATM এর খোঁজ করতে হয়। এই সময়েই আপনার মাইক্রো ATM-টি সেই ব্যক্তির টাকা তোলার কাজে আসতে পারে।

মাইক্রো ATM এর সাহায্যে প্রতিটি ট্রানজাকশনের পিছু কমিশন প্রদান করা হয়ে থাকে ব্যাংকের তরফ থেকে। এইভাবেই মাইক্রো ATM এর সুবিধা প্রদানকারী ব্যক্তি প্রতিটি ট্রানজাকশনের মাধ্যমে রোজগার করতে পারবেন।

এই সমস্ত মাইক্রো ATM গুলির প্রতিটা ট্রানজাকশন কিছু আট টাকা করে কমিশন হিসেবে প্রদান করা হয়। অর্থাৎ ব্যক্তি যদি ATM এর সাহায্যে ১০০/- টাকা তোলেন তাহলেও যেমন ৮ টাকা পাবেন তেমনি ৫০০০/- টাকা তোলা হলেও ৮ টাকায় কমিশন হিসেবে পাওয়া যাবে।

এই ব্যবসা কীভাবে শুরু করা যায়?

এক্ষেত্রে মাইক্রো ATM এর সুবিধা প্রদানকারী PayNearby, Spice Money, Fino Payments Bank বা FinTech কোম্পানিগুলির সাথে আলোচনা করে একটি বা প্রয়োজনে একাধিক মাইক্রো ATM মেশিন কিনে নিয়ে ব্যবসার শুরু করা সম্ভব।

এই সমস্ত ATM মেশিনের মাধ্যমে হ্যান্ডহেল্ড কার্ড সোয়াইপ টার্মিনাল এর সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি এই মেশিন গুলি খুব সহজেই একখান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব। তাই আপনি যদি অভিনব একটি ব্যবসা শুরু করার মাধ্যমে নিজের জীবন পথে অগ্রসর হতে চান, তাহলে এই ব্যবসাটি শুরু করে প্রতিদিনে ২০০০/- টাকা পর্যন্ত রোজগার শুরু করে দিতে পারেন।

Follow Us

Site Navigation

Most Popular