Thursday, November 21, 2024
HomeTrending Newsবাড়ি বসে ইনকাম করুন লাখ টাকা প্রতিমাসে, এইভাবে স্টেপ বাই স্টেপ দেখুন

বাড়ি বসে ইনকাম করুন লাখ টাকা প্রতিমাসে, এইভাবে স্টেপ বাই স্টেপ দেখুন

পড়াশোনার পাশাপাশি আমরা সবাই চাই পার্ট টাইম কিছু কাজ করে আয় করার। কিন্তু চারিদিকে যে লেভেলের ফ্রড হচ্ছে তাতে জেনুইন কাজ পাওয়া আজকের দিনে খুবই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু সত্যিই বাজারে এমন কিছু কাজ আছে, যেগুলি আপনি পার্ট টাইম হিসেবে করে, ভালো রকম আয় করতে পারেন বাড়িতে বসেই।

প্রথমে, পার্ট টাইম হিসেবে কাজ করা শুরু করুন। তারপর কাজ বুঝে গেলে, অভিজ্ঞতা নিন। এরপরে, ইনকাম ঠিকঠাক হলে, এটিকে ফুলটাইমে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আজ কালকার দিনে কাজ অনেক আছে, কিন্তু সঠিক কাজের খোজ পাওয়া অত্যন্ত কঠিন। আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, জেনুইন কাজের খবর দিচ্ছি।

ওয়েবসাইট

আজকাল কার দিনে একটা ওয়েবসাইট থাকা মানে, প্রতিমাসে একটা স্থিতিশীল ইনকাম পাবেন। সাম্প্রতিক ঘটনা, নিউজ, চাকরির খবর যেকোন বিষয়ের উপর আপনি ওয়েবসাইট বানাতে পারেন। মার্কেটিং-এর ভাষায় একে বলে ব্লগিং (Blogging)।

এখানে সুবিধা হল, অডিয়েন্স বা ভিউয়ার আপনাকে দেখতে পাবে না। শুধুমাত্র আপনার লেখা পড়তে পারবে- যেমন এই লেখাটা আপনারা পড়ছেন। আপনাকে জেনুইন ইনফরমেশন দিতে হবে।

ইনভেস্ট কত করতে হবে?

একটি ওয়েবসাইট (Website) বানাতে খরচা অনেক কম। WordPress-এ আপনার ওয়েবসাইট তৈরী করুন, তার জন্য একটি হোস্টিং বেছে নিন। বর্তমানে দামে কম মানে ভালো হোস্টিং কোম্পানি হল Hostinger । এখানে ১ বছরের প্ল্যান কিনলে একটি Domain ফ্রি পাবেন। দাম পড়বে চার হাজার টাকা মতো। আমাদের এই লিঙ্ক থেকে হোস্টিং কিনলে অনেক বাজার দরের থেকে অনেক কমে পাবেন।

ওয়েবসাইট কিভাবে বানাবেন?

এবার Hosting, Domain কিনে নিলেন, কিন্তু ওয়েবসাইট বানাবেন কিভাবে? মানে ডিজাইন কিভাবে করবেন? Website সুন্দর ডিজাইন এবং ফাস্ট অপটিমাইজেশন করার জন্য একটি ভালো থিমের প্রয়োজন। এই থিমের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি WordPress-এর ফ্রি থিম ব্যাবহার করতে পারেন।

ইউটিউবে প্রচুর ফ্রি টিউটোরিয়াল পেয়ে যাবেন, যা দেখে নিজে নিজে করতে পারবেন। অথবা আমরা খুবই কম দামে ওয়েবসাইট বানিয়ে দিই। যোগাযোগ- 9091518441 (হোয়াটস্যাপ করুন)।

WordPress-এর বেস্ট থিম কি?

অনেক থিম আছে তবে উল্লেখযোগ্য জনপ্রিয় থিম হচ্ছে, Newspaper, Jannah, Generatepress ইত্যাদি।

ইনকাম কিভাবে হবে?

ওয়েবসাইট বানানোর পরে, সেটিকে Google Adsense দ্বারা মনিটাইজেশন করাতে হবে। আপনার সাইট এডসেন্সে এপ্রুভ হয়ে গেলে, এড শো হবে। এরপরে, কন্টেন্ট পোস্ট করবেন ওয়েবসাইটে, ভিজিটর আসলেই ইনকাম শুরু। তবে এখানে সবথেকে মেইন ব্যাপার হচ্ছে ট্রাফিক বা অডিয়েন্স। যত বেশি ট্রাফিক সাইটে আসবে, তত ইনকাম বেসি হবে।

কেমন ইনকাম হয়?

এটি নির্ভর করে, আপনার অডিয়েন্স কোন লোকেশনের বা কোন দেশের। UK, US এঁদের দেশের ট্রাফিক আসলে অনেক ইনকাম, যা ধারনার বাইরে। মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে।

ভারতের ইনকামও ভালো, সেখানে হিন্দী, বাংলা, ইংরেজি, মারাঠি বিভিন্ন ভাষায় আপনি কন্টেন্ট লিখতে পারেন। ধরে রাখুন ১ হাজার ভিউজে ১-২ ডলার ইনকাম করতে পারবেন।

পেমেন্ট কিভাবে পাবেন?

আপনি ডেইলি, সাপ্তাহিক কত ইনকাম করছেন, তা Adsense-এ শো হবে। নুন্যতম ১০০ ডলার ইনকাম হলে, আপনি প্রতিমাসে ১ বার করে পেমেন্ট পাবেন। তার জন্য এডসেন্সের সাথে আপনার ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক করতে হবে। এই লিঙ্ক করা ব্যাঙ্কে টাকা ক্রেডিট হবে। এডসেন্স থেকে প্রতিমাসের ২১ তারিখ রাতে পেমেন্ট ছাড়ে, এবং ভারতীয় ব্যাঙ্কে আগামী এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যায়।

Follow Us

Site Navigation

Most Popular