Thursday, November 21, 2024
HomeTrending Newsবাড়িতে রেশন দোকান খুলতে চান? রেশন ডিলার হয়ে মাসে লাখ টাকা আয়

বাড়িতে রেশন দোকান খুলতে চান? রেশন ডিলার হয়ে মাসে লাখ টাকা আয়

বর্তমানে অনেকেই চাকরি ছেড়ে ঝুঁকছেন ব্যবসার দিকে। বুঝে উঠতে পারছেন না কীভাবে ব্যবসা শুরু করবেন। এরই মধ্যে অনেকে সুযোগ খুঁজছেন কীভাবে রেশনের ডিলারশিপ পাওয়া যায়! রেশন ডিলারশিপের লাভ যথেষ্ট ভালো।

এই বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন মানুষের মনে দেখা যায়। মালিক হতে গেলে কী করতে হবে! এর জন্য নির্দিষ্ট কী কী প্রক্রিয়া রয়েছে! কীভাবে আবেদন করবেন! কী কী লাগবে প্রয়োজনীয় নথিপত্র? আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে।

যেকোনো ব্যক্তি লাইসেন্স সহকারে নিজে রেশন দোকান খুলতে পারবেন। সেখান থেকে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে আসা পণ্য সামগ্রী বিলি করতে পারবেন মানুষজনদের।

কীভাবে খুলবেন পশ্চিমবঙ্গের রেশন ডিলারশিপ?

সবার প্রথমে মনে রাখতে হবে এই ডিলারশিপের জন্য আবেদন অনলাইনে ঘরে বসেই করা যায়। অনলাইনে আবেদনের জন্য ইচ্ছুক ব্যক্তিকে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইন ছাড়া যারা চাইছেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে তারা অফলাইনের মাধ্যমেও করতে পারবেন আবেদন। এর জন্য ইচ্ছুক ব্যক্তিকে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।

যে ব্যক্তি আবেদন করতে চাইছেন অবশ্যই তাকে হতে হবে আমাদের রাজ্যের তথা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা। সেলফ হেল্প গ্রুপের সংঘ কিংবা মহাসংঘের সাথে যুক্ত হতে হবে। থাকতে হবে সমবায় সমিতির সঙ্গে যুক্ত।

রেশন ডিলারশিপের উদ্দেশ্যে আবেদন করতে আবেদনকারীকে জমা দিতে হবে মাত্র ১০০০ টাকা। এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। টাকা জমা দেওয়ার জন্য আবেদনকারীকে চলে যেতে হবে wbifms.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে।

 কী কী নথি লাগবে?

  • আবেদন ফি এর চালান।
  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • ঠিকানার প্রমাণপত্র।
  • উচ্চ শিক্ষার সার্টিফিকেট।
  • আর্থিক স্বচ্ছলতার প্রমাণ।
  • গোডাউনের নকশা।
  • বার্থ সার্টিফিকেট।
  • তিন বছরের আয়কর রিটার্নের ফটোকপি।
  • তিন বছরের অডিট রিপোর্টের ফটোকপি।

Follow Us

Site Navigation

Most Popular