সম্প্রতি গ্রাহকদের জন্য সুখবর। গুগলপের তরফ থেকে দেওয়া হচ্ছে ১৫,০০০/- টাকা। কীভাবে এই টাকা আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? এর জন্য কী কী করতে হবে? কেনই বা গুগলের (Google) তরফ থেকে এই টাকা দেওয়া হচ্ছে গ্রাহকদের? আজকের প্রতিবেদনে রইল সবকিছু বিস্তারিত।
যতদিন এগিয়েছে ততই বেড়েছে অনলাইন পেমেন্ট অ্যাপগুলোর জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাকে ধরে রাখতে একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছেন পেটিএম, ফোনপে, গুগল পের মতো অ্যাপগুলি। কখনো দেখা গিয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক দিতে আবার কখনো দেখা গিয়েছে বিভিন্ন কুপন কোড দিতে। লাভবান হয়েছেন প্রচুর মানুষ।
গুগল পে এর তরফ থেকে একটি ঋণ (Loan) প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্প অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করায় গুগলপের মূল লক্ষ্য। জানা যাচ্ছে এবার এই প্লাটফর্ম থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিতে পারবেন ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ। এই ঋণ আপনারা শোধ করতে পারবেন মাসিক মাত্র ১১১ টাকা কিস্তিতে। কীভাবে এই লোনের জন্য আবেদন করবেন?
গুগল পে থেকে লোন নেওয়ার যে পদ্ধতি রয়েছে তা অনেকটাই সহজ এবং কম সময় লাগে। এখান থেকে লোন নেওয়ার জন্য আলাদা করে কোনও অফিসে যাওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে সমস্ত কিছু পূরণ করলেই আপনি এখানে লোনের সুবিধা পেয়ে যেতে পারবেন। যারা Google Pay ব্যবহার করছেন তারা Google Pay অ্যাপটি খুলে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন।
সর্ব সময়ের মেয়াদে অনুমোদিত ক্ষেত্র থেকে নেয়া এই লোন পরিচিত শ্যাশে লোন হিসাবে। এই লোনের মেয়াদ সাধারণত সাত দিন থেকে ১২ মাস পর্যন্ত হয়। যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা লোন নিচ্ছেন তাদের ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে পার্টনারশিপে Google Pay এই লোন দিয়ে থাকবে।
এমনকি ই-পেলেটারের মতো একটি ক্রেডিট লাইনও খুব শীঘ্রই চালু করতে চলেছে তারা। এর ফলে গ্রাহকদের কোনওরকম টাকা পয়সা জনিত সমস্যা যাতে না হয় সেটাই নজরে রাখা মূল উদ্দেশ্য। এই ঋণ দিতে সাহায্য করবে ICICI Bank, HDFC Bank, Kotak Mahindra Bank ইত্যাদি ব্যাংকগুলো।
এখানে আবেদন করতে হলে কি করে আবেদন করবেন?
সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল পে মানি লেখা ট্যাব দিতে। সেখান থেকেই ক্লিক করতে হবে সঠিক অপশন এ। এরপরেই আপনি দেখতে পাবেন লোন নেয়ার অফারটি। লোন নেয়ার অফার এর মধ্যেই আপনি দেখতে পেয়ে যাবেন ফ্রি অ্যাপ্রভাল লোন নামক এই অপশনটি। সেখানেই এই লোন সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন।
এরপর আপনাকে EMI অপশনে চলে যেতে হবে। সেখান থেকেই বেছে নিতে হবে নিজের সুবিধামতো টিএমআই এর অপশন। এই লোন নেয়ার জন্য আপনাকে Google পেয়ে নির্ধারিত প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিতে বলবে।গুগল পের তরফ থেকে যা যা প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হবে তা আপনি জমা দিয়ে দেবেন।
আপনি পেয়ে যাবেন আপনার ফোনে একটি OTP সেটি সঠিক জায়গায় বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এরপর ব্যাংক একাউন্ট যাচাইকরণের ট্যাবটি আপনার সামনে খুলে যাবে। সেখান থেকে দেখে নেবেন ব্যাংকের অ্যাকাউন্ট এর ডিটেলস সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর নির্দিষ্ট ব্যাংক একাউন্টে আপনার লোনের অংকটি ঢুকে যাবে।