প্রতিনিয়তই প্রত্যেকে ইঁদুর দৌড়ের সামিল হয়ে চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারমধ্যে গুটিকয়েক হাজার মনমতোন চাকরি পাচ্ছে। কিন্তু বাকিরা! ফলে দেশ জুড়ে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কর্মসংস্থানের অভাব।
দেশের সফল মানুষ যদি স্বনির্ভর হয় তবে কিন্তু সামগ্রিকভাবে সমাজ রাজ্য বা দেশের আর্থিক উন্নয়ন সম্ভব। আর তাই এই কর্মসংস্থানের অভাব দূর করতেই কেন্দ্রীয় সরকারের তরফে তরুণ যুবকদের পাশে দাঁড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফে?
এরকম অনেক তরুণ যুবক রয়েছে যারা চাকরির ইঁদুর দৌড়ে সামিল না হয়ে নিজের স্বাধীন ব্যবসা করতে চান। কিন্তু এই স্বপ্নের ক্ষেত্রে বাঁধ সাধে মূলধন। এই সমস্যার সমাধান করতেই সরকারের তরফে নিয়ে আনা হয়েছে নতুন প্রকল্প। এর মাধ্যমে দেশের বেকার যুবকদের ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা আরো বাড়ানোর লক্ষ্যে সরকারের তরফের ঋণ (Loan) দেওয়া হবে। এর ফলে দেশে তরুণ যুবারা নিজেদের ব্যবসা দাঁড় করাতে পারবে।
কোন প্রকল্পের মাধ্যমে এই সাহায্য করা হবে?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY Scheme)। ২০১৫ সালে কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছিলেন। তবে এবার বাজেটে এই প্রকল্প নিয়ে নয়া আপডেট দেওয়া হয়েছে। পূর্বে এই প্রকল্পের আওতায় থাকা যুবকদের ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো। তবে এবার বাজেটে PM মুদ্রা লোনের পরিমাণ বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার বিভাগ:
এই প্রকল্পের অধীনে অ-কর্পোরেট এবং অ-কৃষি উদ্দেশ্যে লোন দেওয়া হয়। এতে ব্যবসা করার জন্য তিনটি বিভাগের লোন পেতে পারেন। তিনটি বিভাগ হলো-
- শিশু ঋণ
- কিশোর ঋণ
- তরুণ ঋণ
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা:
- এই প্রকল্পের অধীনে ঋণ নিলে তার জন্য কোনো কো-ল্যাটারাল লাগে না। অর্থাৎ কিছু বন্ধক রাখতে হয় না এমনকি কোন প্রসেসিং চার্জও লাগেনা।
- এতে কোনো প্রসেসিং ফি লাগেনা। ঋণ পরিশোধ করার জন্য ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত সময় দেওয়া হয়ে থাকে।
- এমনকি আপনি যদি পাঁচ বছরে লোনের টাকা পরিশোধ করতে নাও পারেন অতিরিক্ত পাঁচ বছর সময় আপনাকে দেওয়া হবে।
- সবথেকে বড় বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অধীনে ঋণ নিলে যত টাকা ঋণ মঞ্জুর হয় সেই টাকার উপর সুদ ধার্য হয় না। মুদ্রা কার্ড এর মাধ্যমে আপনি যত খরচ করবেন তার ওপর সুদ ধার্য হয়। এই প্রকল্পের এটাই সবথেকে বড় সুবিধা।
- যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই ঋণ পাওয়া সম্ভব।
কারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় আসতে পারবেন?
- প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় আসতে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
- নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
- ব্যাংক ডিফল্ট হিস্ট্রি থাকা যাবেনা।
- একটি ব্যবসার পরিকল্পনা থাকতে হবে।
- কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে লোন পাওয়া যাবে না।
PM Mudra Loan প্রকল্পের সুবিধা পেতে কীভাবে আবেদন জানাবেন?
প্রথমেই আবেদনকারীকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
এরপর নিজের পছন্দের ঋণ নির্বাচন করতে হবে। তারপর আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
আবেদন পত্র ডাউনলোড করা হয়ে গেলে আবেদনপত্রটি নিজস্ব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন ও প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে দিন। শেষে এটি নিকটবর্তী ব্যাংকে জমা দিন। আপনার আবেদনপত্র যাচাই করে এক মাসের মধ্যে আপনার লোনের টাকা সরাসরি একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।