বর্তমানে পাল্টে গিয়েছে মানুষের চিন্তাধারা। একটা সময় নারীর স্বনির্ভরতার ওপরে প্রাধান্য দেওয়া না হলেও বর্তমানে সরকারের কাছে মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যটি প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। প্রত্যেক মহিলাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই বিষয়েই সম্প্রতি নজর রাখা হচ্ছে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নয়, সমস্ত দেশের সরকারি উঠে পড়ে লেগেছে কীভাবে প্রত্যেক নারীকেই উৎসাহ করা যায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য। চলছে বিভিন্ন প্রচার, এর পাশাপাশি রয়েছে একাধিক যোজনা। যে সমস্ত যোজনার ফলে মহিলারা উপকৃত হচ্ছেন। এর পাশাপাশি নিজেদের স্বনির্ভর করে তোলারও স্বপ্ন দেখছেন।
নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে রাজ্যের মহিলাদের প্রত্যেকের স্বনির্ভর হয়ে ওঠা উচিত। সম্প্রতি লাডলি বেহেন যোজনাতে যদি আপনার নাম থাকে তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। আপনি পেয়ে যাবেন তিনটি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে।
মনে হচ্ছে এও আবার সম্ভব নাকি! জানতে ইচ্ছা করছে কিভাবে পাবেন? তাহলে একটু স্কিপ না করে আমাদের প্রতিবেদনটি পড়তে থাকুন একেবারে শেষ পর্যন্ত।
লাডলী বেহেন যোজনার অধীনে রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রত্যেক মাসে পেয়ে যাবেন আর্থিক সুবিধা। মোট দেড় হাজার টাকা করে সুবিধা ভোগ করবেন প্রত্যেকে। এই স্কিমের আওতায় ৬৫ বছর পর্যন্ত মহিলারা দেড় হাজার টাকা করে সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।
এই সুবিধা পাওয়ার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে আবেদনের সময়সীমা। আগামী মাসের ৩১ তারিখ অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন। যাতে আরো বেশি সংখ্যক মহিলারা এই সুযোগ নিতে পারেন সেই উদ্দেশ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে আবেদন করার সময়সীমা। জানা যাচ্ছি ইতিমধ্যেই ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বিশেষ যোজনার জন্য।
তবে এই যোজনার সুবিধার পাবেন মধ্যপ্রদেশের মহিলারা। কিছুটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতই এটি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা ইতিমধ্যেই সুবিধা ভোগ করেন হাজার টাকা করে। প্রতিমাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় এই টাকা।