Saturday, November 30, 2024
HomeGovt JobWork From Home: ফ্লিপকার্ট দিচ্ছে বাড়ি বসে কাজের সুযোগ! কম্পিউটারে টাইপ করার...

Work From Home: ফ্লিপকার্ট দিচ্ছে বাড়ি বসে কাজের সুযোগ! কম্পিউটারে টাইপ করার কাজ।

Work From Home: বাড়িতে থেকে অনলাইন মাধ্যমে কাজ করে হাজার হাজার টাকা রোজগার! আজকের দিনে দাঁড়িয়ে এটা আর নতুন কোন বিষয় নয়। এখন বর্তমানে নিজের বাড়িতে থেকেই অনলাইন মাধ্যমে বিভিন্ন কোম্পানির হয়ে চাকরি করে রোজগার করা সম্ভব হয়।

আর আজকে আমরা যে চাকরির খবর নিয়ে চলে এসেছি সেখানে বাড়িতে বসে শুধুমাত্র কম্পিউটারে দেখে দেখে টাইপ করেই ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা রোজগার করা যাবে। তাহলে আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতের সবথেকে বড় ই-কমার্স কোম্পানি গুলির মধ্যে অন্যতম হলো ফ্লিপকার্ট। এবার এই কোম্পানির পক্ষ থেকেই ডেটা এন্ট্রি অপারেটর পদে বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর বলতে আপনাকে শুধুমাত্র দেখে দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় টাইপ করতে হবে। এই টাইপ করার জন্যই ফ্লিপকার্ট কোম্পানি আপনাকে প্রতিমাসে বেতন প্রদান করবে।

এক্ষেত্রে স্কুলে পড়ুয়া, চাকরিপ্রার্থী, এমনকি চাকরিজীবীরা পর্যন্ত আবেদন করতে পারবেন। তার কারণ এই কাজটি ফুলটাইম ও পার্টটাইম দুই হিসাবেই করা যেতে পারে। সারাদিনে মোট কত ঘন্টা আপনি সময় দিচ্ছেন তার ওপর নির্ধারিত করা হবে আপনার মাসুক বেতন। এক্ষেত্রে অন্য কোন কিছু ছাড়াই শুধুমাত্র টাইপ করেই রোজগার করা যাবে।

আবেদন পদ্ধতি

ফ্লিপকার্ট কোম্পানি সরাসরি তার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই বিষয়ে কর্মে নিয়োগ করছে এবং তার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন করতে পারবেন।

১) ফ্লিপকার্ট কোম্পানির এই পদে আবেদন করার জন্য প্রথমেই flipkart supply chain operations academy-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।

২) সেখানে একটু নিচে স্ক্রল করলেই আপনারা Warehouse registration link অপশনটি পেয়ে যাবেন। এবার সেই অপশনটিতে ক্লিক করুন।

৩) এর সাথে সাথেই আপনার সামনে একটি বিস্তারিত আবেদন পত্র প্রকাশিত হবে।

৪) সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজের সমস্ত তথ্য নির্ভুলভাবে আবেদনপত্রে পূরণ করতে হবে।

৫) এরপর আপনার বৈধ ইমেইল আইডিতে ওটিপি জেনারেট করতে হবে।

৬) এরপর আপনার ইমেইল আইডিতে আসা ওটিপি আবেদন পত্র পূরণ করে জমা করে দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • বৈধ ইমেইল আইডি
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • বৈধ মোবাইল নম্বর

এইভাবে আবেদন করার পর আপনার আবেদনটি flipkart অথরিটির পক্ষ থেকে ভেরিফাই করা হবে এবং ইমেইলের মাধ্যমে এই সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে।

গৌতম মন্ডল
গৌতম মন্ডলhttps://bongfind.com/
গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।

Most Popular