Tuesday, December 3, 2024
HomeTrending Newsটাকা নিয়ে আর চিন্তা নেই, নতুন ব্যবস্থায় পাবেন এই সুবিধা

টাকা নিয়ে আর চিন্তা নেই, নতুন ব্যবস্থায় পাবেন এই সুবিধা

বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে উত্তরোত্তর বাড়ছে অনলাইন পেমেন্টের চাহিদা। ফাস্ট ফুডের দোকান হোক বা শপিংমল সর্বত্রই ইউপিআই পেমেন্টের প্রবণতা লক্ষ্য করা যায়।

আজকের দিনে ক্যাশ ব্যবহার প্রায় সকলেই বন্ধ করে দিচ্ছেন। উল্টে যে কোনো জায়গায় QR স্ক্যান করেই চলছে টাকা-পয়সার লেনদেন। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই অ্যাকাউন্টটিকে যুক্ত করে নেন।

অনেকে আবার ক্রেডিট কার্ডের সঙ্গেও ইউপিআই একাউন্ট যুক্ত করেন। এইবার গ্রাহকদের ইউপিআই পেমেন্টের অভিজ্ঞতা উন্নত করতে উদ্যোগ নিচ্ছে অ্যামাজন পে। এইবার থেকে ইউপিআই পেমেন্টের জন্য গ্রাহকদের আর কোনোপ্রকার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড প্রয়োজন হবে না।

সারা বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ অ্যমাজনের ইউপিআই ডিপার্টমেন্ট অ্যামাজন পে। এইবার গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে অ্যামাজন পে।

অ্যামাজন পের উদ্যোগ

এইবার থেকে অ্যামাজন পে ইউপিআইতে ক্রেডিট অফার করতে চলেছে। ইতিমধ্যে কয়েকটি ব্যাংকের তরফে গ্রাহকদের জন্য এই অফার চালু করা হয়েছে।

অ্যামাজন পে অ্যাপ থেকেও এই সুবিধা শুরু করার চেষ্টা করছে সংস্থা। ইতিমধ্যে সংস্থার তরফে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে এই নতুন উদ্যোগ সম্পর্কে আলোচনাও শুরু করা হয়েছে।

ডিরেক্টর বিকাশ বানসালের মতে

অ্যামাজনের ডিরেক্টর বিকাশ বানসালের মতে, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ক্রেডিট অন পে একটি উদ্যোগ। তাই এনপিসিআইয়ের পরামর্শ এবং তাদের অনুমতি নিয়ে এই দিকে এগোতে চাইছে সংস্থা।

সম্প্রতি বেশ কিছু ব্যাংকের তরফে গ্রাহকদের সুবিধার জন্য ক্রেডিট লাইন অন ইউপিআই প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ওভার ড্রাফট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, প্রিপেড ওয়ালেট ইত্যাদি রয়েছে।

ইউপিআই ব্যাংক, রূপে ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপ্রুভ হওয়া ক্রেডিট লাইন ইউপিআইএর সঙ্গে সরাসরি যুক্ত করার সুবিধা থাকায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুসারে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, ক্রেডিট অন ইউপিআই এর সুবিধা উপভোগ করা যাবে তবে সে ক্ষেত্রে কিউআর কোডটি হতে হবে মার্চেন্ট কিউআর কোড।

মার্চেন্ট কিউআর কোড না হলে ইউপিআই এর সঙ্গে রুপের ক্রেডিট কার্ডের লিংক করা সম্ভব হবেনা। তবে এই নিয়ম শুধুমাত্র ক্রেডিট অন ইউপিআই এর ক্ষেত্রেই প্রযোজ্য। ক্রেডিট অন ইএমআইতে এই ধরনের কোনো নিয়ম ছিলনা।

মাত্র চার বছর আগে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা চালু হলেও দেশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে প্রধান হলো ইউপিআই পেমেন্টের বার বাড়ন্ত।

ইউপিআই পেমেন্টের হাত ধরে দেশ যে ডিজিটালাইজেশনের পথে এগিয়েছে তা বলাই বাহুল্য। ২০১৬ সালে এনপিসিআইয়ের আওতাধীন ইউপিআই পেমেন্ট চালু হয়েছিল।

ক্রেডিট অন ইউপিআই কী?

এটি একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। বর্তমানে ক্রেডিট অন ইউপিআই গ্রাহকদের জন্য অনেক বড় সুখবর নিয়ে আসতে চলেছে।

এই প্রকল্প চালু হবার পর গ্রাহকদের কাছে অ্যামাজন পে যে আরো অনেক বেশি গ্রহণযোগ্য হবে তা বলাই বাহুল্য।

গৌতম মন্ডল
গৌতম মন্ডলhttps://bongfind.com/
গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।

Most Popular