Subhadra Yojana: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দারুণ সুখবর ঘোষণা করা হলো ভারতবর্ষে! দেশের মহিলাদের সার্বিক অগ্রগতি এবং উন্নতির দিকে বরাবর খেয়াল রেখে এসেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গুলি।
এইবারে সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের ৫০,০০০/- টাকা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি সরকার। এই প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
কোন প্রকল্প শুরু হয়েছে?
১৭ই সেপ্টেম্বর ২০২৪, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশের মাটিতে নিয়ে আসা হয়েছে এক নতুন প্রকল্প। মহিলাদের সার্বিক উন্নয়নের দিকে দৃষ্টিপাত করে এই নতুন প্রকল্পটির সূচনা করা হয়েছে। এই প্রকল্পের নাম সুভদ্রা যোজনা।
এই প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা প্রদান করা হবে?
সুভদ্র যোজনার ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা মহিলারা প্রতি ছ মাস অন্তর সরকারের পক্ষ থেকে ৫০০০/- টাকা অর্থাৎ বছরে ১০,০০০/- টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এর পাশাপাশি যে সমস্ত মহিলারা অনলাইনে অধিক পরিমাণে লেনদেন করবেন তারা অতিরিক্ত ৫০০ টাকা পেয়ে যাবেন।
কতদিন পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন?
২০২৪-২৫ অর্থ বর্ষ থেকে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন দেশের মহিলারা। এই প্রকল্পটি ২০২৮-২৯ অর্থ বর্ষ পর্যন্ত চালানো হবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মোট পাঁচ বছরে ৫০,০০০/- টাকা পাঠানো হবে প্রতিটি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে।
কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য?
১) এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের ন্যূনতম ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যবর্তী হতে হবে।
২) এছাড়াও আবেদনকারী প্রতিটি মহিলাকে ওড়িশা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১৫০০/- টাকা বা তার বেশি ভাতা হিসেবে পাচ্ছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৪) সরকারের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
মহিলারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রতিটি ইচ্ছুক মহিলাকে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জন সহায়তা অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি সংগ্রহ করে সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আবেদন পত্রের সঙ্গে এটা করে জমা করে দিতে হবে।