Thursday, November 21, 2024
HomeTrending Newsবাড়ি বাড়ি বিনামূল্যে Wifi লাগিয়ে দিচ্ছে BSNL, আজই লাগিয়ে নিন ফ্রি-তে

বাড়ি বাড়ি বিনামূল্যে Wifi লাগিয়ে দিচ্ছে BSNL, আজই লাগিয়ে নিন ফ্রি-তে

শুরু থেকেই ভারতীয় বাজারে যেভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠিত করেছিল রিলায়েন্স দিয়ে অর্থাৎ মুকেশ আম্বানির এই কোম্পানি তা বর্তমানে সকলের কাছেই উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। জিও প্রতিষ্ঠার ইতিহাস ঘেটে দেখলে প্রথমেই দেখা যাবে রিলায়েন্স জিওর মুখ্য ব্যবসায়িক কৌশল (Business Strategy) ছিল গ্রাহককে বিনামূল্যে আনলিমিটেড পরিষেবা প্রদান করা।

যে সময় রিলায়েন্স জিও (Reliance Jio) বাজারে লঞ্চ হয় সেই সময় থেকে প্রায় ছয় মাস সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহককে আনলিমিটেড কল, নেটের পরিষেবা এবং মেসেজের পরিষেবা দিয়ে এসেছে রিলায়েন্স জিও। তারপর থেকে নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম এতটাই কম রেখেছে যে প্রত্যেকের পক্ষেই জিও সিম ব্যবহার করা সহজসাধ্য হয়ে গিয়েছে।

এমন পরিস্থিতিতে রীতিমতো এয়ারটেল, ভোডাফোন নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে পারলেও টাটা ডোকোমো, ইউনিনর ইত্যাদির মতো সিমগুলোর ব্যবসা লাটে উঠেছে। সম্প্রতি শোনা যাচ্ছে BSNLের পক্ষ থেকে শুরু করা হয়েছে এক দারুণ উদ্যোগ।

নতুন এই ঘোষণার ফলে BSNL রীতিমতো ঘুম উড়িয়েছে জিও এয়ারটেল সহ অন গোয়িং কোম্পানিগুলির। দেখা যাচ্ছে BSNL ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্র থেকে ইনস্টলেশন চার্জ ছাড়াই বাড়ি বাড়ি বসানো হচ্ছে ব্রডব্যান্ড। BSNL ব্রডব্যান্ড ইনস্টল করার ঘোষণা করা হয়েছিল গত বছরেই। যে ঘোষণার মেয়াদ ছিল চলতি বছরের ৩১ শে মার্চ অবধি।

সেই মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর চলতি বছর ফের আরো একবার একই রকম ঘোষণা করা হয়েছে এই কোম্পানির পক্ষ থেকে। জানা যাচ্ছে চলতি বছরের ৩১শে ডিসেম্বর অবধি এমন অফারের সমস্ত সুবিধা লাভ করতে পারবেন প্রত্যেকটি গ্রাহক।

সেলুরার নেটওয়ার্ক যেমন এখন দেশের সব নাগরিকদের কাছে পৌঁছে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে ঠিক একইভাবে ব্রডব্যান্ড পরিষেবাকেও মানুষ নিজেদের জীবনের প্রত্যেক মুহূর্তে জড়িয়ে ফেলছে। বাড়িতে থাকা ল্যাপটপ, ডেক্সটপ ইত্যাদি জিনিসগুলো আজকাল ইন্টারনেট পরিষেবা ছাড়া একেবারেই অচল।

BSNL সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল নতুন গ্রাহকরা ব্রডব্যান্ড পরিষেবা নিতে চান তারা BSNL-এর এই অফারের অংশীদার হয়ে রীতিমতো লাভ ওঠাতে পারবেন। সংস্থার পক্ষ থেকে বর্তমানে ভারত পাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করা হচ্ছে সকলকে। সংস্থা থেকে এই দুটি প্লানের ক্ষেত্রে গ্রাহকদের ফ্রি ইনস্টলেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে অনেক আগেই।

যারা নিজেদের বাড়িতে এই ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইছেন তাদের সংস্থার মূল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। স্থানীয় সকল অফিসে গিয়েও মানুষ আবেদন জানাতে পারবেন এমনটাই ঘোষণা করা হয়েছে।

Follow Us

Site Navigation

Most Popular