Best Stock To Buy: দেখতে দেখতে চলে এলো ২০২৪ সালের অক্টোবর মাস। এই মাসই বাঙ্গালীদের সবথেকে গুরুত্বপূর্ণ মাস হিসেবে পরিচিত। কারণ এই সময়ে বাংলা সহ ভারতবর্ষে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের নানা রকমের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। সেখানে দুর্গাপুজোই হোক কিংবা মহরম অথবা দশেরা কিংবা নবরাত্রি সবমিলিয়ে অক্টোবর একটি জমজমাট মাস। এর পাশাপাশি দুর্গাপূজার কিছুদিন পরেই লক্ষ্মীপূজো, দীপাবলি এবং ভাইফোঁটা হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই এই সময়কে উৎসবের সময় বললে এমন কিছু ভুল হয় না।
তবে এই উৎসবের সময়কে কীভাবে কাজে লাগিয়ে সঠিক জায়গায় মূলধন বিনিয়োগ করবেন এবং তা থেকে প্রচুর পরিমাণে রিটার্ন পেতে পারবেন সেই বিষয়ে কি ভেবে দেখেছেন কখনো? উৎসবের সময় প্রচুর পরিমাণে খরচা তার পাশাপাশি একে অপরকে জিনিস দেওয়া নেওয়া ইত্যাদি তো চলতেই থাকে। তবে তার মাঝে নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক অবস্থাকে মজবুত করার জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
Best Stock To Buy
বাঙ্গালীদের রাখি পূর্ণিমা থেকে শুরু করে দীপাবলি ভাইফোঁটা পর্যন্ত এই সময়কালে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার চলে থাকে। শুধু বিভিন্ন কেনাকাটির ক্ষেত্রেই যে অফার চলে তা নয়, স্টক মার্কেটের মাধ্যমে নিজের মূলধনকে প্রচুর গুণে বাড়িয়ে নেওয়ারও এটাই কিন্তু অন্যতম সঠিক সময়। ২০২৪ সালের নবরাত্রি সময় কালে কোন কোন স্টক মার্কেটে ইনভেস্ট করলে দীর্ঘকালীন সময়ে আপনি লাভবান হতে পারেন সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটিতে চোখ রাখুন।
1) Consumer Goods and FMCG Stocks
সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সময়কালে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে থাকেন সেই জিনিসপত্র প্রদানকারী কোম্পানিগুলি মোটামুটি সারা বছরই ভালো ফলাফল দিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন উৎসবের সময়ে আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসপত্রের চাহিদা এবং কেনাকাটি বেড়েই যায়। সেই অবস্থায় এই ধরনের কোম্পানিগুলিতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে অবশ্যই আপনার মূলধন প্রচুর গুণে বৃদ্ধি পেতে পারে।
এক্ষেত্রে আপনি প্রয়োজনে ITC Limited বা Hindustan Unilever ইত্যাদি কোম্পানির স্টক মার্কেটে আপনার বিনিয়োগ করতে পারেন। এই সমস্ত কোম্পানিগুলি মানুষের ব্যক্তিগত প্রসাধনী, বাড়ি ঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ইত্যাদি বিক্রি করে থাকে। এর পাশাপাশি বাজারে এই সমস্ত কোম্পানির প্রোডাক্টের যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপূজা থেকে শুরু করে ভাইফোঁটার সময়কালে এই সমস্ত কোম্পানির জিনিসের চাহিদা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়। তাই এই কোম্পানিগুলিতে নিজেদের রোজগারির অর্থ বিনিয়োগ করা অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে।
2) Banking & Financial Sectors:
মানুষের রোজকার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি জিনিসের মধ্যে অন্যতম হলো ব্যাংকিং সেক্টর। সারা দিনের বিভিন্ন লেনদেন এবং কেনাকাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের কাছের ব্যাংকগুলি। এই ব্যাংকের মাধ্যমে জমানো টাকা-পয়সা লেনদেন করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই উৎসবের সময়ে ব্যাংকের লেনদেন এবং ব্যবহার প্রচন্ড হারে বেড়ে যায়। যার ফলে ব্যাংকের লাভের পরিমাণও বৃদ্ধি পায়।
এই কারণে স্টক মার্কেটে নিজেদের টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। ভারতের বিভিন্ন ব্যাংক যেমন, HDFC, SBI, PNB, AXIS ইত্যাদির স্টক মার্কেটে আপনি যদি আপনার কষ্টের টাকাগুলি বিনিয়োগ করেন তবে ক্ষতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে উৎসবের সময় বিনিয়োগ করলে আপনি প্রচুর পরিমাণে লাভবান হবেন সেই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়।
3) E-Commerce Stocks:
বর্তমান যুগে অনলাইন মাধ্যমে সবকিছুই চলছে। খাওয়া-দাওয়া থেকে জিনিস কেনাকাটি এমনকি সাজগোজের জিনিস কেনাকাটির মাধ্যমে হয়ে উঠেছে অনলাইন। যার ফলে অনলাইন মাধ্যমে চলা বিভিন্ন রকমের ই-কমার্স সাইটগুলির স্টক মার্কেট বাড়ছে চড়চড়িয়ে। আমরা সকলেই প্রায় দুর্গাপূজো কালীপুজো ভাইফোঁটা সবকিছুর কেনাকাটি অনেক সময় অনলাইন মাধ্যমে করে থাকি। শুধুমাত্র কোন উৎসবের সময়ই নয় সারা বছর চলতে থাকে অনলাইন মাধ্যমে বিভিন্ন সামগ্রীর কেনাকাটি। তাই স্বাভাবিকভাবেই অনলাইন আমাদের জীবনের একটি অতিপ্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে।
বিভিন্ন অনলাইন সাইটগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো খাদ্য পরিবহনকারী সংস্থা Zomato, Swiggy, Blinkit ইত্যাদি। এই সমস্ত ই-কমার্স বারবি টেলিং সাইটের স্টক মার্কেট ও সারা বছরে ভালো থাকে যার ফলে এই সমস্ত ব্রান্ডগুলির স্টকে ইনভেস্ট করলে আপনার বিনিয়োগ করা টাকা। কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনলাইনে খাদ্য পরিবহনকারী সংস্থাগুলির পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশন রিলেটেড সংস্থা। এদের মধ্যে flipkart, amazon যেমন রয়েছে তেমনি রয়েছে nykaa। এই সমস্ত সংস্থাগুলির জনপ্রিয়তা প্রতিদিন বেড়েই চলেছে। সংখ্যাগুলি সাধারণ মানুষের ঘরে ঘরে সময়ের মধ্যে সঠিক প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে মানুষ আর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি এই সংস্থাগুলি বহু বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে চলেছে। তাই আপনি যদি বিশ্বাসযোগ্য কোনো সংস্থায় আপনার কষ্টের টাকা বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই এই সাইট গুলির স্টক মার্কেটে একবার ভিজিট করতেই পারেন।
ওপরে উল্লেখিত কোম্পানি ছাড়াও টাটা কোম্পানির সংস্থা Trent -ও সম্প্রতি কালে ভালোই জনপ্রিয়তা পেয়েছে। খুব কম দামে Zudio র মত মলের মাধ্যমে জনপ্রিয় জামা কাপড় বিক্রি করে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করেছে এই কোম্পানি। সেই কারণে ভবিষ্যতেও এই কোম্পানির স্টক মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আপনার মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রে এটিও একটি অন্যতম বিকল্প হতে পারে।
4) Automobile Sector Stock
ভারতসহ বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন অটোমোবাইল ফ্যাক্টর গুলি। বিভিন্ন নামিদামি গাড়ি বিক্রি করার মাধ্যমে এই কোম্পানিগুলি মানুষের মাঝে নিজেদের স্থান দখল করে নিয়েছে। সম্প্রতিকালে লক্ষ্য করা যায় যে প্রায় প্রতিটি মধ্যবিত্ত থেকে ধনী ব্যক্তির কাছে কম করে একটি চার চাকার গাড়ি থাকা খুবই সাধারণ। শুধুমাত্র চার চাকার গাড়িই নয়, বিভিন্ন দু চাকার গাড়ি যেমন মোটরসাইকেল, স্কুটি ইত্যাদির জনপ্রিয়তা ও বাজারে বেশ ভালোই রয়েছে। তাই আপনি নিজের অর্জিত ধন-সম্পদ বাড়ানোর জন্য এই সমস্ত কোম্পানির স্টক মার্কেট কেউ বেছে নিতে পারবেন।
অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় কোম্পানি গুলির মধ্যে অন্যতম হল Maruti Suzuki। ভারতের মাটিতে বহু বছর ধরে এই কোম্পানি সফলতার সঙ্গে ব্যবসা করে আসছে। তাই এই কোম্পানির স্টক মার্কেট নড়বড়ে হওয়ার সম্ভাবনা অনেকাংশই কম।
এই কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি। তাদের মধ্যে যেটির নাম না বললেই নয় তা হল, Tata Motors। ভারতের এই বৃহত্তম এবং অন্যতম সফল অটোমোবাইল কোম্পানি হল টাটা মোটরস। এই কোম্পানির স্টক যদি আপনি কিনতে পারেন তাহলে আপনাকে আর অন্য কোন দিকে ফিরেও দেখাতে হবে না। খুব সহজেই দীর্ঘকালীন সময়ের মধ্যে আপনি আপনার বিনিয়োগ করার টাকা বাড়তে লক্ষ্য করবেন।
Best Stock To Buy
আমাদের জীবনে প্রতিমাসে রোজগার এবং খরচের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয় করা। জীবনের সঞ্চয় না করলে ভবিষ্যৎ সময়ে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই দুর্গাপূজো দীপাবলি ইত্যাদি অনুষ্ঠানে আমাদের তো প্রচুর টাকা খরচ হয়েই থাকে তবে যদি সেইখান থেকে কিছুটা টাকা সাশ্রয় করে আপনি এই সমস্ত স্টক মার্কেটগুলির মধ্যে যেকোনো একটিতে ইনভেস্ট করতে পারেন তাহলে খরচের পাশাপাশি আপনি কয়েক বছরের মধ্যেই লাভের মুখ দেখতে পারবেন।
উপরে উল্লেখ করা বিভিন্ন কোম্পানিগুলির স্টক মার্কেটে বিনিয়োগ করলে বিনিয়োগ করা টাকার পরিমান কমার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই এই শুভ উৎসবের সময় একটি শুভ কাজের সূচনার মাধ্যমে অবশ্যই নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করে নিতে পারেন।