Thursday, November 21, 2024
HomePrakalpoপরিবারের কতজন করতে পারবেন? আয়ুষ্মান কার্ডের নতুন নিয়ম জেনে নিন

পরিবারের কতজন করতে পারবেন? আয়ুষ্মান কার্ডের নতুন নিয়ম জেনে নিন

সাংসারিক খরচ বা পড়াশোনা নয় সাধারণ মানুষের এখন সব থেকে বেশি টাকা খরচ হয় চিকিৎসার পিছনে। প্রযুক্তির দুনিয়ায় চিকিৎসার উন্নতি ঘটেছে ঠিকই কিন্তু কোনো বড়ো রোগভোগ হলে বা অস্ত্রোপচারে সঞ্চিত তো অর্থ এক নিমিষে শেষ হয়ে যায়।

এমন অবস্থায় আলোর দিশা দেখিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government), দেশের সাধারণ মানুষের স্বার্থে আনা হয়েছে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ (Ayushman Bharat Yojana)। সম্প্রতি এই যোজনা নিয়ে এলো এক বড় আপডেট (New Update)।

চিকিৎসার অভাবে যাতে কেউ মারা না যান তার জন্যই আর্থিক ভাবে দুর্বল শ্রেণিদের সাহায্য করতে দিয়ে আনা হয়েছিল এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে দেওয়া হয়।

বুধবার এই সরকারি প্রকল্পে একটি বড় পরিবর্তন করা হলো। সাধারণের সুবিধার্থে মোদী মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান যোজনাতে (Ayushman Yojana) ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ‌

আয়ুষ্মান ভারত কার্ড-এর সুবিধা: এতদিন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমায় বয়সসীমা ছিল। ‌বর্তমানে মোদি সরকার এতে ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্ত করেছে। এই প্রকল্পের সুবিধাগুলি হলো-

  • এই প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বীমা সুবিধা পাওয়া যায়।
  • দেশের যে কোন হাসপাতালে এর সুবিধা মেলে। এ ক্ষেত্রে ক্যাশলেস সুবিধা মিলবে অর্থাৎ হাসপাতালে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই সুবিধা পাওয়া যাবে।
  • হাসপাতালে ভর্তি হবার তিন দিন আগে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল খরচ, ওষুধের খরচ পাওয়া যাবে এই কার্ড থাকলে।

উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবারের অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘আয়ুষ্মান ভারত যোজনা’র (Ayushman Bharat Yojana) পরিবর্তনগুলি সম্পর্কে সকলকে অবহিত করেন। সেখান থেকে জানানো হয় ‘আয়ুষ্মান ভারত যোজনা’-তে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বের নিয়ম মতোই ‘আয়ুষ্মান কার্ড’ থাকলে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানো যাবে এবং সরকার আপনাকে প্রতিবছর এর কভার দেবে।

এছাড়াও বলা হয়েছে এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীদের একটি নতুন পৃথক কার্ড দেওয়া হবে। প্রবীণ নাগরিকরা যদি বর্তমানে কেন্দ্রীয় সরকারের কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকেন তাহলে তাদের কাছেও আয়ুষ্মান ভারত কার্ড করানোর একটি বিকল্প থাকবে।

প্রসঙ্গত এই সরকারি প্রকল্পে সুবিধা দেওয়ার জন্য কোন সীমা নির্ধারণ করা হয়নি অর্থাৎ একটি পরিবারে যতজন সদস্য রয়েছে তারা প্রত্যেকেই চাইলে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন।

প্রকল্পের সুবিধা নেওয়ার শর্ত: গ্রামীন এলাকার বসবাসকারী সকল মানুষ, উপজাতীয় তপশিলি জাতি বা উপজাতির অন্তর্গত নিঃস্ব বা প্রতিবন্ধী বা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে বা দৈনিক মজুরির শ্রমিক হিসাবে নির্বাহ করে তারা প্রত্যেকে এই প্রকল্পের জন্য যোগ্য।

কিভাবে এই প্রকল্পের আবেদন জানাবেন তা জানতে pmjay.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতো পারেন বা নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে আবেদন জানাতে পারেন।

Follow Us

Site Navigation

Most Popular