Pan Card Apply Online 2024: আজকের ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রযুক্তির উন্নতির সাহায্যে বাড়িতে বসে যে কোনো কাজ খুব সহজেই করে ফেলা যায়। এমনকি প্যান বা আধার কার্ডও খুব সহজেই বাড়িতে বসে আবেদন করা যাবে।
শুধু তাই নয় সেই প্যান কার্ড বাড়িতে পৌঁছেও দেওয়া হবে মাত্র এক সপ্তাহের মধ্যেই। নিজের কাছে একটি স্মার্টফোন ও ইন্টারনেট থাকলে খুব সহজেই প্যান কার্ড তৈরি করা যাবে।
বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ আবশ্যক হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যে সকল মানুষের প্যান কার্ড নেই তাদের আর চিন্তার কোনো কারণ নেই।
সময় নষ্ট করে কোথাও না গিয়ে বাড়িতে বসেই তারা প্যান কার্ড তৈরি করে নিতে পারবেন। আর তারপর প্যান কার্ড পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। তাও আবার একদম স্বল্প খরচে। আজকের প্রতিবেদনে জেনে নিন বাড়িতে বসে অল্প খরচে প্যান কার্ড বানানোর অভিনব পদ্ধতি।
জেনে নিন, বাড়িতে বসে কীভাবে তৈরি করবেন প্যান কার্ড?
প্যান কার্ড তৈরি করতে প্রথমে NSDL-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। সেখানে অনেক অপশনের মধ্যে প্রথমে New PAN Card অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে পুরানো প্যান কার্ড সংশোধন করা হবে। তবে কোনো ব্যক্তি নতুন প্যান কার্ড বানাতে চাইলে নতুন প্যান অপশনটি বেছে নিতে হবে।
এরপর একটি ফর্ম খুলবে। সেই ফর্মে নিজের সমস্ত তথ্য লিখতে হবে। যেমন- নাম, DOB (Date Of Birth) সহ যাবতীয় তথ্য ঠিকভাবে লিখতে হবে। সমস্ত তথ্য লেখার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর লিখে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। কোনও ভুল থাকলে প্যান কার্ডেও সেই ভুল আসবে।
জেনে নিন, প্যান কার্ড তৈরিতে কত টাকা খরচ হবে?
প্যান কার্ড তৈরি করতে মাত্র 93 টাকা ফি দিতে হবে। তবে এর বাইরে আলাদাভাবে জিএসটি দিতে হবে। তবে বিদেশী নাগরিকদের জন্য ফি আলাদা। ফি প্রদানের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। সমস্ত ডেটা ভালোভাবে যাচাই করার পর প্যান কার্ড জারি করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভুল কোনও ওয়েবসাইটে ঢুকবেন না। আজকাল জালিয়াতির জন্য ভিন্ন পথ ব্যবহার করছে স্ক্যামাররা। তাই যেকোনো ওয়েবসাইটে নিজের সমস্ত তথ্য দেওয়ার পূর্বে আদৌ সঠিক ওয়েবসাইটে আছেন কিনা তা যাচাই করে নেওয়াই শ্রেয়।