Thursday, November 21, 2024
HomeJob Newsসরকারি স্কুলে গ্রুপ ডি নিয়োগ! অষ্টম শ্রেণী পাশে, স্থায়ী চাকরি।

সরকারি স্কুলে গ্রুপ ডি নিয়োগ! অষ্টম শ্রেণী পাশে, স্থায়ী চাকরি।

পশ্চিমবঙ্গের ২৩টি জেলার যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা সকলেই এই Group D পদে আবেদনযোগ্য। কিভাবে আবেদন করতে হবে? কিভাবে নিয়োগ দেওয়া হবে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন কত পাবেন? ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করছি।

সম্পূর্ণ সরকারি স্বীকৃত গার্লস স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে বাংলা মিডিয়াম খ্রিস্টান মাইনরিটি গার্লস স্কুলে। রাজ্যের সমস্ত কর্মপ্রার্থীদের জন্য দারুন বড় সুখবর। সরকারি ও পার্মানেন্ট পোষ্টে আবেদন করুন আজই।

পশ্চিমবঙ্গের ২৩টি জেলার যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা সকলেই এই Group D পদে আবেদনযোগ্য। কিভাবে আবেদন করতে হবে? কিভাবে নিয়োগ দেওয়া হবে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন কত পাবেন? ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করছি।

শিক্ষাগত যোগ্যতা (Qualification)

যেকোন স্বীকৃত স্কুল থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। এছাড়া, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক, স্নাতক পাশেও আবেদন করা যাবে।

মাইনে (Salary)

ROPA-2019 পে ম্যাট্রিক্স অনুযায়ী গ্রুপ D পদে Level-1 এর বেতন পাবেন। যা হল ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/- টাকা প্রতিমাসে। এর সাথে পাবে DA, HRA ও অন্যান্য সরকারি এলাউন্স পাবেন।

বয়স (Age Limit)

West Bengal School Service Commission-এর নিয়মানুসারে গ্রুপ ডি পদে আবেদনের জন্য প্রার্থীর নুন্যতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

বয়সের ছাড় (Age Relaxation)

সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন। যা হল এইরুপ-

Casteবয়সের ছাড় (Age Relaxation)ছাড় দেবার পর বয়সসীমা
SC/ST05 Years18 to 45 Years
OBC03 Years18 to 43 Years

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এখানে মোট তিনটি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। প্রথমে, ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা পাশ করবেন তাদের ০৫ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। মোট ৫০ নম্বরের এই দুটি পরীক্ষায়, যে সমস্ত প্রার্থী সবথেকে বেশি নম্বর পাবেন। ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের নিয়োগ করা হবে।

Written Exam45 Marks
Personality Test05 Marks
Total Marks50 Marks

লিখিত পরীক্ষার সিলেবাস (Written Exam Syllabus)

SubjectMarks
General Knowledge15 Marks
Current Affairs15 Marks
Arithmetic15 Marks
Total Marks45 Marks

আবেদন প্রক্রিয়া (How To Apply)

আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। এখানে কোনো আবেদন ফর্ম দেওয়া নেই। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট এবং প্রার্থীর বায়োডাটা সেলফ এটেস্টেড করে নীচের ঠিকানায় ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা

To The Secretary of Loreto St. Mary’s Girls High School, 1, Convent Lane, PO: Tangra, Kolkata-700015

কি কি ডকুমেন্ট পাঠাবেন?

  • প্রার্থীর বায়োডাটা।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।
  • আধার কার্ড/পাসপোর্ট/প্যান কার্ড (যেকোন একটি)।

উপরের সমস্ত ডকুমেন্ট জেরক্স করে তার উপরে আবেদনকারীর নিজের সই করে পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১২ই নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ২৬শে নভেম্বর ২০২৪

Follow Us

Site Navigation

Most Popular