ভারত একটি কৃষিভিত্তিক দেশ। তাই এই দেশের কৃষকরা যাতে সঠিকভাবে জীবন যাপন করতে সক্ষম হন তার দিকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা হয় কেন্দ্র সরকারের (Central Government) পক্ষ থেকে।
কিন্তু অনেক সময়েই বিভিন্ন কারণে কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয়। যার মধ্যে অন্যতম হলো খরা বা বন্যার প্রকোপে পড়ে অথবা অন্য যেকোনো কারণে কৃষকদের রোজগারের সম্বল ফসল নষ্ট হয়ে যাওয়া। দেশের কৃষক শ্রেণীকে এই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রকল্প হল ফসল বীমা যোজনা (Crop Insurance Scheme)।
বীমা কথার অর্থ হলো ইন্সুরেন্স বা যেকোনো ঝুঁকির বিনিময়ে অর্ধ প্রদান করা। ফসল বীমা যোজনা নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্রকল্পটির মাধ্যমে ফসলের ইন্সুরেন্স বা বীমা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্পের মাধ্যমে এক একজন কৃষক দুই লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়ার যোগ্যতা লাভ করেন।
বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য কোন সংক্রামক সমস্যার কারণে বছরের ফসলটি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কৃষকের কোনভাবেই লাভ করার সম্ভাবনা থাকে না। এমন অবস্থায় দেখা গিয়েছে কৃষকেরা প্রচুর টাকার ধারে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এমন ঘটনা সারা দেশের জন্য খুবই দুঃখজনক।
Deatails Of Central Govt New Schemes
তাই এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পঠনের বীমা (Central Govt New Schemes) দেওয়া চালু করা হয়েছে। এসেছে যে কোন রকম কারণে কৃষকদের রোজগারের সম্বল ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বীমার টাকা।
এই প্রকল্পের অধীনে কৃষকের চাষের জমির হেক্টর প্রতি 14,700/- টাকা করে ফসল বীমা (Crop Insurance) প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে একজন কৃষক সর্বোচ্চ দুই লক্ষ টাকার বীমা পেতে পারবেন। আমরা জানি প্রতিদিন বীমার ক্ষেত্রেই প্রিমিয়াম দেওয়া আবশ্যক। এই ক্ষেত্রেও কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের অধীনে কৃষকদের ৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত প্রিমিয়ামের টাকা জমা দিতে হয়।
কারা করতে পারবেন?
আসলে এই প্রকল্পটির সম্পূর্ণ রূপে কৃষকদের জন্য। তাই ভারতবর্ষের স্থায়ী নাগরিক যে সমস্ত কৃষকদের কিষাণ মিত্র সহায়তা সংগঠনে নাম রয়েছে, তারাই এই প্রকল্পে অবদানের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্প আবেদনের জন্য প্রথমেই PMFBY এর অফিসিয়াল ওয়েবসাইট pmfby এ চলে যেতে হবে। এরপর আবেদনকারী কৃষককে নিজের বিবরণ দিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্ট্রেশন এর সময় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা আবশ্যক। এরপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে হবে।
একবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারী নিজের একাউন্টে লগইন করে নিতে পারবেন। লগইন করার পর এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি সম্পূর্ণভাবে পূরণ করে নিতে হবে। এরপর প্রকল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী যে সমস্ত নথি আপলোড করতে বলা হবে সেই সব কিছু আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।
এইভাবে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করা হয়ে গেলে কৃষকেরা পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে পারবেন। এরপর অবশ্যই পোর্টালের পক্ষ থেকে অফিশিয়াল ভাবে এই বীমা সম্পর্কে আপডেট প্রদান করা হবে।