Thursday, November 21, 2024
HomeLatest Jobবাড়িতে বসেই কাজের সুযোগ! প্রচুর আয়ের সুযোগ।

বাড়িতে বসেই কাজের সুযোগ! প্রচুর আয়ের সুযোগ।

বর্তমানে চাকরির বাজারের যা অবস্থা তাতে একটা কাজ জোগাড় করতে কালঘুম ছুটে যায় মানুষের। এমতাবস্থায় বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিও।

স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত ব্যক্তি যে কেউ এই চাকরিতে যোগদান করতে পারবেন। এখানে কোনো ভাষা বাধা হয়ে দাঁড়াবে না।

নিজের পছন্দসই ভাষায় স্বাচ্ছন্দভাবে কাজ করতে পারবেন যেকোনো ব্যক্তি। এমনকি হিন্দি বা ইংরেজি জানার বাধ্যবাধকতাও নেই।

Registration Process

প্রথমেই প্লে স্টোরে জিও কেরিয়ার অ্যাপ লিখে সার্চ বারে সার্চ করতে হবে। এরপর নিজের ফোনে অ্যাপ ইন্সটল করে নিজের নাম, বাবার নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এন্টার করার পর মেইল আইডিতে JIO HR এর পক্ষ থেকে একটি মেইল আসবে। এরপর আরও একটি মেল আসবে যেখানে ওটিপি এবং ইউজার আইডি দেওয়া থাকবে।

এরপর জিও ক্যারিয়ার অ্যাপ ওপেন করে সেখানে “New User” অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে একটি পেজ খুলে যাবে যেখানে নিজের আধার কার্ডে লেখা নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, লিখতে হবে।

এরপর একটি পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ড এর জায়গায় লিখে পাসওয়ার্ড কনফার্ম করার জন্য নিচের কনফার্ম পাসওয়ার্ড অপশনেও পাসওয়ার্ডটি আবার লিখতে হবে এবং তার নিচে আধার কার্ড নম্বরও লিখতে হবে।

How To Apply?

এরপর স্ক্রিনে আরেকটি ইন্টারফেস খুলে যাবে যেখানে পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর অনেকগুলি অপশনের মধ্যে ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করতে হবে।

এরপর কোন জায়গা থেকে কাজ করতে চাইছেন সেই সংক্রান্ত কিছু অপশন আসবে। ঘরে বসে কাজ করার জন্য নিজের পছন্দমত অপশন বেছে নিতে হবে।

এরপর “Apply Now” অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সেখানেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেওয়া হবে।

How To Crack Video Interview?

এরপর অ্যাসেসমেন্ট অপশন এ ক্লিক করলে তিনটে অ্যাসেসমেন্ট দেখা যাবে। “Access Yourself” অপশনে ক্লিক করলেই টেস্ট শুরু হবে। এরপর “yes” অপশনে ক্লিক করতে হবে।

একবার টেস্ট শুরু হলে সেখান থেকে বেরিয়ে যেতে যাওয়া যাবেনা। এরপর নিজের মোবাইল নম্বরে আসা ওটিপিটি লিখতে হবে। এরপর শুরু হবে টেস্ট।

যেখানে নিজের মুখ ক্যামেরার সামনে সঠিকভাবে দেখা না গেলে সিলেক্টেড হবেন না। এরপর “জিও কাস্টমার এসোসিয়েট অ্যাসেসমেন্ট” অপশন এ ক্লিক করতে হবে।

এরপর ছটি ইনস্ট্রাকশন আসবে সেগুলি ভালো করে পড়ে নেওয়ার পর নিচে থাকা অপশনে ক্লিক করতে হবে। এরপর চারটি প্রশ্ন আসবে সেই চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

তবে উত্তরগুলি সাবমিট করার আগে জানতে হবে উত্তরগুলি সাবমিট করতে চান কিনা। উত্তরগুলি সাবমিট করার পর ভিডিও ইন্টারভিউ শুরু হবে। তারপর ভিডিও ইন্টারভিউ অপশনে ক্লিক করতে হবে।

এরপর আরো দুটি অপশন এর মধ্যে প্রথম অপশনে ক্লিক করতে হবে এবং ভিডিও ইন্টারভিউয়ের জন্য কাঁধ ক্যামেরার মধ্যে দৃশ্যমান হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা কিংবা কোন হালকা রঙের হতে হবে।

Interview Question

  1. আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন
  2. কেন আপনি Jio এর সাথে যুক্ত হতে চান?
  3. আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে বলুন?
  4. আপনি একটি নতুন স্মার্টফোন পেতে চান. আপনি কীভাবে আপনার পিতামাতা/পরিবারকে আপনার জন্য এটি পেতে রাজি করবেন?

ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য দেড় মিনিট করে সময় দেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের সুন্দর এবং সাবলীলভাবে উত্তর দিতে হবে। এরপর ভিডিও ইন্টারভিউগুলির ভালো করে রিভিউ করা হবে।

Follow Us

Site Navigation

Most Popular