Friday, November 22, 2024
HomePrakalpoদুর্দান্ত সুযোগ, রান্নার গ্যাসে ৮ মাসে ২৪০০ টাকা ছাড়! এইভাবে অর্ডার করুন

দুর্দান্ত সুযোগ, রান্নার গ্যাসে ৮ মাসে ২৪০০ টাকা ছাড়! এইভাবে অর্ডার করুন

রান্নার গ্যাসের সিলিন্ডারে বড় ডিসকাউন্ট (Discount)! গ্রাহকদের জন্য দারুন খবর। সীমিত সময়ের জন্য নয়, আগামী ৮ মাস জুড়ে রান্নার গ্যাসে পেয়ে যাবেন ছাড়, এইভাবে গ্যাস কিনলে মোট ২৪০০ টাকা সঞ্চয় করতে পারবেন আপনি। গ্যাস সিলিন্ডারে গ্রাহকদের কাছে কি এই খবর পৌঁছেছে!

নরেন্দ্র মোদি সরকার তার প্রথম মেয়াদে অনেক প্রকল্প শুরু করেছিল যা মহিলাদের উপকার করেছে। এরকম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)। আর আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য বড় খবর। কারণ সাধারণ গ্রাহকদের তুলনায় মোট ২৪০০ টাকা কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) পেয়ে যাবেন আপনি।

‘উজ্জ্বলা যোজনা’ নিয়ে ঘোষণা:

১ এপ্রিল থেকেই শুরু হয়েছিল নতুন আর্থিক বছর। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম দিন থেকেই এসেছে একাধিক পরিবর্তন। তার মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) নিয়েও বড় ঘোষণা করা হয়েছিল, যা স্বস্তি দিয়েছে উজ্জ্বল যোজনার সুবিধাভোগীদের।

প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি  সংযোগ দেওয়া হয়। এর সাথেই দেওয়া হয় ৩০০ টাকার ভর্তুকি। মার্চ মাসে লোকসভা নির্বাচনে ঠিক আগে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভা এই যোজনার গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডারে এই ভর্তুকি অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা এই আর্থিক বছরেও এলপিজি সিলিন্ডারে ছাড় পাবেন।

কত টাকা ছাড় পাবেন সুবিধাভোগীরা?

এই যোজনার আওতায় থাকার সুবিধা ভোগীরা একবছরে ১২ টি গ্যাস সিলিন্ডারে এই ভর্তুকির টাকা পেয়ে থাকেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধাভোগীদের হয়ে থাকেন তাহলে সাধারণ গ্রাহকদের তুলনায় মোট ২৪০০ টাকা কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আপনি। আর এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক একাউন্টে জমা করে দেওয়া হবে।

কাদের জন্য এই প্রকল্প? উদ্দেশ্য কী?

মূলত দরিদ্র পরিবারের কথা মাথায় রেখে মোদি সরকার এই যোজনা চালু করেছিল। দরিদ্র ও গ্রামীন এলাকার প্রতিটি পরিবারে গ্যাস কানেকশন পৌঁছে দেওয়া ছিল এর লক্ষ্য।

বর্তমানে গ্যাসের দাম কতো?

১ জুলাই থেকে দেশজুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সামান্য কমেছে। ‌তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামে হেরফের হয়নি এই মাসে। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম পড়ছে ৮২৯ টাকা। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা।

কীভাবে ২৪০০ টাকা ছাড় পাবেন?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) প্রকল্পের সুবিধা ভোগীরা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩০০ টাকা করে ভর্তুকি পেতে থাকবেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী এই মাসে ভর্তুকির ৩০০ টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। পরবর্তী ৮ মাসে নিশ্চিতভাবে এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা করে ছাড় পাবেন। অর্থাৎ আগস্ট থেকে ২০২৫ এর মার্চ পর্যন্ত আট মাস জুড়ে ৩০০ টাকা করে ভর্তুকি পেয়ে যাবেন সুবিধাভোগীরা। ফলে মোট ৮*৩০০= ২৪০০ টাকা সাশ্রয় করা সম্ভব হবে‌।

চলতি মাসে উজ্জলা যোজনার আওতায় গ্যাস সিলিন্ডারের দাম কত?

যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা কলকাতা, দিল্লী, মুম্বাই এবং চেন্নাইয়ের যথাক্রমে ৫২৯ টাকা ৫০৩ টাকা ৫০২.৫ টাকা এবং ৫১৮.৫ টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পেরেছেন।

Follow Us

Site Navigation

Most Popular