পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! ৩৬,০০০ শুন্যপদে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়ে গিয়েছে তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তারা এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া না করে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের জেলা থেকে আবেদন করে ফেলুন।
পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তর থেকে কর্মী নিয়োগ হতে চলেছে? কোন কোন পদে এই নিয়োগ হবে? কারা এখানে আবেদন করতে পারবেন? কোন পদ্ধতিতে আবেদন করতে হবে? কীভাবে নিয়োগ করা হবে? নিয়োগের জন্য পরীক্ষার সিলেবাস কী থাকছে? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের এই প্রতিবেদন থেকে।
পদের নাম: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।
প্রয়োজনীয় যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ী বসবাসকারী মহিলা হতে হবে।
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
৩) ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যবর্তী বয়সী হতে হবে।
৪) চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন পদ্ধতি
১) প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে হবে।
২) বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে বিজ্ঞপ্তি সাথে থাকা অফিশিয়াল আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট বার করে নিতে হবে।
৩) এরপর হাতে কলমে সঠিকভাবে আবেদন পত্রটি পূরণ করে নিতে হবে।
৪) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নিয়ে নিকটবর্তী বিডিও অফিসে জমা করে দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর জন্মের প্রমাণপত্র,
- ঠিকানার প্রমাণপত্র,
- কাস্ট সার্টিফিকেট,
- আবেদনকারীর স্বাক্ষর,
- তিন মাসের কম পুরনো দু কপি পাসপোর্ট সাইজ ছবি।
নিয়োগ পদ্ধতি
প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষার এবং তার পরে ১০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে দু’ঘণ্টা সময় প্রদান করা হবে প্রতিটির চাকরি প্রার্থীকে।
পরীক্ষার সিলেবাস
- বাংলা রচনা,
- পাটিগণিত,
- ইংরেজি ভাষা,
- সাধারণ জ্ঞান,
- স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি।
বিভিন্ন জেলার পক্ষ থেকে এই পদে আবেদনের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখনি নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন।