Ayushman Bharat: কেন্দ্রীয় সরকার বরাবরই সাধারণ মানুষের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কখনো উজ্জ্বলা যোজনা হোক কিংবা সে কখনো পিএম কিষান যোজনা, সবই সাধারণ মানুষের উদ্দেশ্যে করা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে বরাবরই উপকৃত হয়েছে সাধারণ মানুষেরা। তবে এবার মন্ত্রিসভায় ঘোষণা করা হয়েছে ৭০ বছরের বেশি বয়সী সকল বয়স্কদের জন্য ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ চালু করবে কেন্দ্রীয় সরকার।
এই প্রকল্পের আয়তায় পড়বেন ৭০ বছরের ঊর্ধ্ব বয়স্ক মানুষেরা। যেখানে তারা বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পেয়ে থাকবেন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এমনই কথা ঘোষণা করেছেন।
তবে এই প্রকল্প কেবলমাত্র গরিব মানুষদের জন্য নয়, সর্বস্তরের মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সবাই এই প্রকল্পের আওতায় সুযোগ পাবেন। সরকারি কিংবা বেসরকারি সমস্ত কর্মীরা এই প্রকল্পের আওতায় আসবেন। থাকবে না কোনো বাধা।
ওইদিন জানানো হয় যে এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় সাড়ে চার কোটি পরিবারের 6 কোটি প্রবীন নাগরিক এই সুবিধা পাবেন। প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ৩,৪৩৭ কোটি টাকা।
তবে ২০১৭ সালে চালু করা হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্পটি। দেশের সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া যাবে এই প্রকল্পে। তবে দেশের কিছু রাজ্য এই প্রকল্পটি গ্রহণ করেছিল এবং কিছু রাজ্য এই প্রকল্পটি গ্রহণ করেনি। আর পশ্চিমবঙ্গ এবং দিল্লী হল সেই রাজ্য। যারা এই প্রকল্পটি গ্রহণ করেনি তার বদলে সেখানে রাজ্য সরকার তার নিজস্ব স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করে।
যে সমস্ত পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের আয়তায় আছেন সেই পরিবারের প্রবীণ নাগরিকদের জন্য বছরে অতিরিক্ত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা থাকবে।
পরিবারের যদি একাধিক বৃদ্ধ অর্থাৎ ৭০ উর্ধ বয়স্ক মানুষ থাকে তবে সকলের জন্য মিলিয়ে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা খরচ মিলবে। তবে যে সমস্ত পরিবার এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নেই তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রবীণ নাগরিকেরা এই প্রকল্পের আওতায় আসবেন।
ওইদিন বৈঠকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন ‘খুব শীঘ্রই এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। বয়স্ক নাগরিকদের এতে আবেদন করার অনুরোধ করছি।’