Monday, December 2, 2024
HomeGovt Job৩৯ হাজার শুন্যপদে SSC GD কনস্টেবল নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন চলছে।

৩৯ হাজার শুন্যপদে SSC GD কনস্টেবল নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন চলছে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হল SSC GD কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে প্রায় শুন্য পদ রয়েছে ৩৯ হাজার। মাধ্যমিক পাস করে থাকলেই করতে পারবেন আবেদন। জেনে নিন সমস্ত তথ্য।

যারা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য এতো দিন অপেক্ষা করে আছেন তাদের কাছে এটি একটি বিরাট সুখবর। কেন্দ্রের তরফ থেকে আবারও নিয়োগ হতে চলেছে SSC GD কনস্টেবল। সম্প্রতি নোটিসটি প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এখানে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে ইচ্ছুক সমস্ত মহিলা ও পুরুষরা নিঃসন্দেহে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

পোস্টের নাম ও মোট শুন্য পদের সংখ্যা- এখানে বিভিন্ন পোস্টে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোট ৮ টি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এই পদগুলি হল যথাক্রমে BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF, NCB এবং সব মিলিয়ে এখানে মোট শুন্য পদের সংখ্যা রয়েছে প্রায় ৩৯ হাজার। যেখানে পুরুষদের জন্য পদ সংখ্যা- ৩৫,৬১২ টি ও মহিলাদের জন্য পদ সংখ্যা- ৩,৮৬৯ টি।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদনকারী প্রার্থী যদি কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকেন তবে আবেদন করতে পারবেন।

বয়স ও বেতনসীমা- এক্ষেত্রে আবেদন করতে আবেদন কারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে SC কিংবা ST দেড় জন্য ৫ বছরের বয়সের ছাড় আছে। অনগ্রর শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের বয়সের ছাড় আছে। এখানে যারা চাকরি পাবেন তাদের বেতনসীমা ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত হবে।

কিভাবে করবেন আবেদন- এখানে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইন মাধ্যমে হবে। যারা যারা আবেদন করতে চান তারা অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in তে গিয়ে সেখানে দেওয়া সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এবং যা যা ডকুমেন্ট লাগবে সেগুলিকে আপলোড করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট- এখানে যেসমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হল – আধার কার্ড বা ভোটার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, নিজের এক কপি পাসপোর্ড সাইজের ফটো, মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যদি কেউ কাস্ট থাকেন তবে কাস্ট সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি- এখানে নির্বাচিত হবে তিনটি ধাপে। প্রথমে হবে কম্পিউটার বেসড পরীক্ষা। যারা এই পরীক্ষায় পাস করবে পরে তাদের ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্ট করার পর নিয়োগ করা হবে। বাকি সমস্ত তথ্য জানার জন্য অবস্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

আবেদন ফী- এখানে আবেদন করতে সাধারণ প্রার্থী, EWS এবং OBC প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফী দিতে হবে। বাকি সমস্ত প্রার্থীদের জন্য কোনো প্রকারের আবেদন ফী লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ- বর্তমানে এখানে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে ৫ সেপ্টেম্বর থেকে। ফর্ম ফিলাপ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। তবে এখানে সম্ভাব্য পরীক্ষা হবে ২০২৫ সালের জানুয়ারি মাসের দিকে।

গৌতম মন্ডল
গৌতম মন্ডলhttps://bongfind.com/
গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।

Most Popular