Thursday, November 21, 2024
HomeJob Newsদীর্ঘদিনের অপেক্ষার অবসান! চলে এলো শিক্ষক নিয়োগ এর নতুন বিজ্ঞপ্তি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান! চলে এলো শিক্ষক নিয়োগ এর নতুন বিজ্ঞপ্তি

নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। নিয়োগ হবে আর্মি পাবলিক স্কুলে। কবে থেকে আবেদন শুরু, কিভাবে আবেদন করবেন জানুন এখানে।

এতদিন ধরে যারা পড়াশুনা করছেন মূলত শিক্ষকতা করবেন বলে ভেবে রেখেছেন তাদের জন্য এবার এসেছে সুবর্ণ সুযোগ। নিয়োগ করতে চলেছে আর্মি পাবলিক স্কুল। এখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। নেই কোনো বাধা।

গুরুত্বপূর্ণ পদের নাম- এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো যথাক্রমে লাইব্রেরিয়ান, ল্যাব সহায়ক, পোস্ট গ্রাজুয়েট শিক্ষক, ট্রেনড গ্রাজুয়েট শিক্ষক, প্রাইমারি শিক্ষক, শরীরচর্চা বিষয়ক শিক্ষক, ক্লার্ক এবং এসিস্ট্যান্ট সহ আরো নানা পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যেই নিদির্ষ্ট কোনো বিষয় এ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এবং প্রত্যেক ক্ষেত্রে প্রার্থীদের ৫০% নম্বর থাকতে হবে। সঙ্গে বিএড এবং কিছু পোস্টের ডিএলএড ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

তবে যে সমস্ত প্রার্থীরা কেবল স্নাতক হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তারা কেবলমাত্র টিজিটি পদের জন্য আবেদন করতে পারবেন। আর পিজিটি পদের ক্ষেত্রে কেবল স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন। টিজিটি কিংবা পিজিটি পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্য বিএড করে থাকতে হবে। আর বাকি সমস্ত তথ্য জানতে হলে awesindia ওয়েবসাইটটি ভিজিট করুন সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

কিভাবে করবেন আবেদন- আর্মি স্কুলে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট awesindia তে গিয়ে সেখানে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ- এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এখানে আবেদনকারী প্রার্থীদের সিবিটি মোডের পরীক্ষা দিতে হবে। সকল পার্থীকে দিতে হবে এই পরীক্ষা।

প্রকাশিত নোটিশ অনুযায়ী পরীক্ষা হবে আগামী ২৩ ও ২৪ নভেম্বর। ওই দুই দিন আর্মি পাবলিক স্কুলে সমস্ত পদের জন্য পরীক্ষা আয়োজিত করা হবে। তবে পরীক্ষার জন্য এডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে। এ বিষয়ে বাকি সমস্ত তথ্য পেতে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন।

Follow Us

Site Navigation

Most Popular