Thursday, November 21, 2024
HomeTrending Newsযেকোন ব্যাঙ্কের CSP নিন ফ্রিতে, ইনভেস্টমেন্ট, ইনকাম? বিস্তারিত

যেকোন ব্যাঙ্কের CSP নিন ফ্রিতে, ইনভেস্টমেন্ট, ইনকাম? বিস্তারিত

চান? আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে একটি ব্যবসা করার আইডিয়া দেব। আপনি যেকোন ব্যাঙ্কের Customer Service Point খুলে মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন।

সবথেকে ভালো কথা হচ্ছে, এখানে ইনভেস্টমেন্ট, যেকোন ব্যবসার থেকে অনেক কম। ইনকাম অনেক বেশি, এমনকি আয়ের কোন লিমিট নেই। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ুন, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ব্যাঙ্কের CSP কি?

CSP এর মানে হল Customer Service Point বা গ্রাহক সেবা কেন্দ্র। একটি ব্যাঙ্কের ব্রাঞ্চে গ্রাহক যে সমস্ত সুবিধা পায় (যেমন, টাকা তোলা, জমা করা, ট্রান্সফার করা, চেক ভাঙানো, পাশবই আপডেট, একাউন্ট খোলা), সেই সমস্ত কাজ এই গ্রাহক সেবা কেন্দ্রে করা যায়। এই গ্রাহক সেবা কেন্দ্র(CSP), বাড়ির আশেপাশে বা খুব কাছের লোকেশনে থাকে, যার কারনে গ্রাহকদের আর ব্যাঙ্কে যাবার প্রয়োজন পড়েনা।

ব্যাঙ্কের CSP তে কি কি কাজ হয়?

একটি ব্যাঙ্কের মেইন ব্রাঞ্চে যা সমস্ত কাজ হয়, তার বেশিরভাগ কাজই এই গ্রাহক সেবা কেন্দ্রে হয়। যেমন, টাকা তোলা, ডিপোজিট, ট্রান্সফার করা। চেক ভাঙানো, পাশবই আপডেট, একাউন্ট খোলা ইত্যাদি। কিন্তু CSP তে টাকা তোলার লিমিট থাকে, যা ব্যাঙ্ক অনুযায়ী আলাদা আলাদা। সেই লিমিটের বেশি একদিনে আপনি টাকা তুলতে পারবেন না যেকোন CSP থেকে।

CSP খুলতে কি কি লাগবে?

  • যেই ব্যাঙ্কের CSP নিতে চান, তার অথোরাইজেশন বা Login Id,
  • একটি ঘর বা দোকান,
  • কাজ করা যন্ত্রপাতি যেমন, কম্পিউটার, পাশবই প্রিন্টার, ইন্টারনেট কানেকশন, টাকা গোনার মেশিন, CCTV ইত্যাদি।

Investment কত লাগবে?

CSP Id নিতে ও যন্ত্রপাতি কিনতে লাখ দুই মতো One Time Investment করতে হবে। ঘর যদি ভাড়া নিতে হয়, তাহলে প্রতিমাসে তার খরচা এবং ইলেকট্রিক বিলের খরচা।

ইনকাম কত হবে?

যেহেতু এটি কোন চাকরি নয়, তাই এখানে কোন ফিক্সড মাইনে নেই। আপনি যত লেনদেন করবেন, তার উপরে নির্দিষ্ট হারে কমিশন পাবেন প্রতিমাসে। এটাই আপনার মেইন ইনকাম সোর্স এই ব্যবসা থেকে। গ্রাহকদের থেকে আপনি কোন টাকা নিতে পারবেন না।

তবে যদি আপনার CSP লোকেশন ভালো জায়গায় থাকে, তাহলে প্রতিমাসে কমকরে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে, আপনার CSP-এর আশেপাশে, আর কোনো CSP থাকা চলবে না। বাজার এলাকায় যেখানে ফুটফল বেশি সেখানে CSP করুন।

কিভাবে CSP নেবেন?

ব্যাঙ্কে সরাসরি CSP দেয়না। মানে? যদি আপনি চান ব্যাঙ্কে গিয়ে, বলবেন CSP নিতে চাই, CSP দিন। ব্যাঙ্কে দেবে না এবং সেই দায়ও নেবে না। তাহলে? CSP দেয় থার্ড পার্টি কোম্পানি। অর্থাৎ যেই CSP নিতে চায় তার, এবং ব্যাংকের মধ্যে একটি কোম্পানি থাকে, যে CSP দিয়ে থাকে।

আপনি এই কোম্পানির কাছ থেকে CSP নিতে পারেন, এক্ষেত্রে অবশ্যই কিছু টাকা আপনাকে দিতে হবে। আর এখানে অনেকে CSP দেবার নাম করে, টাকা নিয়ে ফ্রড, জালিয়াতি করে। তাই এর থেকে সাবধান, সঠিক কোম্পানি থেকেই CSP নেবেন।

কোন কোম্পানি CSP দেয়?

ব্যাঙ্ক অনুযায়ী কোম্পানি আলাদা আলাদা হয়ে থাকে। যে অলরেডি CSP নিয়েছে, তার দোকানে যান, সেখানে কোম্পানির নাম মেনশন করা থাকে, অথবা যকোন CSP-এর মালিক কে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আমরা নেক্সট একটি আর্টিকেলে আলোচনা করব, জেনুইন এবং সঠিক CSP প্রোভাইডকারী সংস্থার নাম।

Follow Us

Site Navigation

Most Popular