Thursday, November 21, 2024
HomeTrending Newsগাড়ির নম্বর প্লেট পাল্টাতে হবে সবাইকে! হাই সিকিউরিটি নম্বর লাগাতে হবে।

গাড়ির নম্বর প্লেট পাল্টাতে হবে সবাইকে! হাই সিকিউরিটি নম্বর লাগাতে হবে।

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে একাধিক জিনিস। একটা সময় নিজের মোটর বাইক বা স্কুটির স্বপ্ন প্রত্যেকেই দেখতেন। তবে স্বপ্ন সফল করতে করতে পার হয়ে যেত গোটা জীবন। আজকের সেই সমস্ত অতীত। বেড়েছে কর্মসংস্থান। প্রত্যেক যুবতী কিংবা যুবকদের কাছেই রয়েছে নিজস্ব মোটর বাইক কিংবা স্কুটি।

সবাই যে নিজের শখে ব্যবহার করেন এমনটা কিন্তু নয়, অনেকেই মোটর বাইক বা স্কুটি সম্পর্কিত কোনও পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। যা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি হয়ে উঠেছে। পেশার কারণেই নিজস্ব মোটরবাইক কিংবা স্কুটি থাকা এখন প্রয়োজন।

এমন বেশ কিছু কাজ রয়েছে নিজস্ব মোটর বাইক কিংবা স্কুটি না থাকলে সেই কাজ করা যায় না। শুধুমাত্র মোটর বাইক কিংবা স্কুটি নয় চার চাকার সংখ্যাও বাড়ছে দিনে দিনে। যারা ইতিমধ্যেই আর্থিকভাবে সচ্ছল তারা প্রত্যেকেই চার চাকা কিংবা নিজস্ব দু চাকার পরিকল্পনা করে নিচ্ছেন। তবে এখন থেকে শুধুমাত্র নিজস্ব গাড়ি রাখলেই হবে না। মানতে হবে পশ্চিমবঙ্গ সরকার প্রদর্শিত বেশ কিছু নিয়ম-নীতি।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে এই নির্দেশ না মানলে বেশ মোটা টাকার জরিমানা দিতে হবে আইন ভঙ্গকারীকে। তবে সেই নিয়মটি কি? কেনই বা এই নিয়ম চালু করা হলো? আজকের প্রতিবেদনে রইল সবটাই বিস্তারিত।

ইতিমধ্যেই অন্যান্য রাজ্যে শুরু হয়ে গিয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট। নিজস্ব দু চাকা থাকুক কিংবা চার চাকা সমস্ত গাড়ির ক্ষেত্রেই এই নম্বর প্লেট এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার সেই চিন্তাভাবনাতেই আসছে পরিবর্তন। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান সহ একাধিক জায়গায় চালু হয়েছে এই বিশেষ নিয়ম। হাই সিকিউরিটিওলা রেজিস্ট্রেশন প্লেট নম্বর এখন সব জায়গায় বিরাজমান। জানা যাচ্ছে এই হাই সিকিউরিটির নম্বর প্লেটের ব্যবস্থা শুধুমাত্র গাড়ির চালক এবং আরোহীর নিরাপত্তার কারণে। অন্যান্য রাজ্যের পাশাপাশি এখানেও চালু করা হতে চলেছে।

এই হাই সিকিউরিটি নম্বর প্লেট আসলে কী?

হাই সিকিউরিটি নম্বর প্লেটে থাকবে দশটি সংখ্যা। এই দশটি সংখ্যার মধ্যে অক্ষর এবং নম্বর মিলিয়ে তৈরি হবে প্লেট। এই প্লেটে থাকবে অ্যালুমিনিয়ামের তৈরি। প্রথমের দুটি অক্ষর নির্দিষ্ট রাজ্যের নাম বোঝাবে। তারপর থাকবে জেলা সংক্রান্ত ক্রমিক নম্বর। যে ক্রমিক নম্বর চিহ্নিত করবে নির্দিষ্ট জেলাকে। তারপর যে চারটি অক্ষর থাকবে সেটি হবে ইউনিক। এই ভাবেই তৈরি হবে দশটি অক্ষর এবং নম্বর সহ হাই সিকিউরিটি নম্বর প্লেট।

কাদের জন্য এই নম্বর প্লেট লাগবে?

জানা যাচ্ছে ২০১৯ এর পর থেকে যারা নিজের গাড়ির রেজিস্ট্রেশন করিয়েছেন তাদেরকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে হাই সিকিউরিটি ওয়ালা নাম্বার প্লেট। তবে যাদের ২০১৯ এর আগে রেজিস্ট্রেশন করানো তাদেরকে এই নম্বর প্লেট নিতেই হবে। ১৫ই জুলাই থেকে ১৫ ই নভেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সবাইকেই এই নম্বর প্লেট লাগিয়ে নিতে হবে।

যাদের রেজিস্ট্রেশনের শেষ নম্বর রয়েছে তিন কিংবা ৪ তাদের এই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ হল আগামী ১৫ই আগস্ট। একই মধ্যে যাদের রয়েছে ৫ এবং ৬ তাদের হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ হল ১৫ ই সেপ্টেম্বর। নম্বর প্লেটের শেষ অংক ৭ এবং ৮ হলে তারা হাই সিকিউরিটির নম্বর প্লেট লাগিয়ে নিতে পারবেন ১৫ই অক্টোবর এর মধ্যে। ঠিক একই ভাবে যাদের নম্বর প্লেটের শেষ সংখ্যা নয় এবং দশ তারা ১৫ই নভেম্বরের মধ্যে লাগিয়ে নিতে পারবেন হাই সিকিউরিটি নম্বর প্লেট।

এখন থেকেই নিজেদের রেজিস্ট্রেশন করা গাড়ি চেক করতে শুরু করুন। চেক করুন আপনার নম্বর প্লেটের শেষ দুটি অংক কি রয়েছে। সেই অনুযায়ী ঠিক করে ফেলুন নির্দিষ্ট দিনক্ষণ। লাগিয়ে ফেলুন হাই সিকিউরিটি ওয়ালা নম্বর প্লেট।

Follow Us

Site Navigation

Most Popular