Friday, November 22, 2024
HomePrakalpoআধার কার্ড থাকলেই পাবেন ১০০০০ টাকা, শুরু করুন নিজের স্বপ্নের ব্যবসা

আধার কার্ড থাকলেই পাবেন ১০০০০ টাকা, শুরু করুন নিজের স্বপ্নের ব্যবসা

দেশের করোনা মহামারীকে কেন্দ্র করে ইতিমধ্যে চাকরি হারিয়ে ফেলেছেন হাজার হাজার মানুষ। দিনমজুর থেকে শুরু করে শ্রমিক প্রত্যেকেই গিয়েছেন কঠিন অবস্থার মধ্যে দিয়ে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেকের কথা ভেবে সামনে এনেছিলেন একটি বিশেষ স্কিম।

যে স্কিম অনুযায়ী বলা হয়েছিল একেবারে ১০০০০ টাকা পর্যন্ত যেকোনো মানুষ বিনা গ্যারান্টিতে লোন নেওয়ার সুবিধা পাবেন। তবে কারা কারা এই লোন নিতে পারবেন? কীভাবে করতে হবে আবেদন? কী কী লাগবে প্রয়োজনীয় নথি? সমস্তই বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

আজকের প্রতিবেদনে যে স্কিম নিয়ে আলোচনা করা হচ্ছে তা হলো পি এম স্বনিধি যোজনা। এটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী রাস্তার বিক্রেতা কিংবা হকারদের দেওয়া হচ্ছে সুবিধা। যারা লকডাউনে কাজ হারিয়েছেন তারা এখানে আবেদন করলেই বিনা গ্যারান্টিতে পেয়ে যাবেন ১০০০০ টাকা পর্যন্ত ঋণ।

এর পাশাপাশি যদি কোনও ব্যক্তি সময় মতো ঋণ পরিশোধ করে ফেলেন তাহলে তিনি পেয়ে যাবেন ৭ শতাংশ পর্যন্ত ভর্তুকি। এখানেই শেষ নয়, ডিজিটাল লেনদেনের সঙ্গে যারা রয়েছেন যুক্ত তারা পেয়ে যাবেন বাড়তি ক্যাশব্যাক এর সুবিধা ও।

এই ঋণের আওতায় যারা আসতে চান তাদেরকে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে হবে ব্যাংকে। সেখানে একটি ফর্ম পূরণ করে নিতে হবে। আবেদনকারীর নিজস্ব আধার কার্ড এবং ব্যাংক একাউন্টের নম্বর থাকলেই হবে। এর সঙ্গে লাগবে নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি ও।

অফলাইন ছাড়া অনলাইনের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা করতে পারবেন আবেদন। এই স্কিমের আওতায় আবেদন করতে হলে অবশ্যই চলে যেতে হবে প্রধানমন্ত্রী স্বীনিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে। সেখান থেকেই সরাসরি আবেদন করতে পারবেন প্রত্যেকে।

যে সমস্য প্রয়োজনীয় নথি লাগবে- আধার কার্ড ভোটার কার্ড, ব্যাংক একাউন্ট নম্বর, নিজের পাসপোর্ট সাইজ ছবি। জানা গিয়েছে এই স্কিমের আওতায় এখনো পর্যন্ত ৬৫.৭৫ লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৫০ লক্ষেরও বেশি রাস্তার হকার রয়েছেন। এখনো পর্যন্ত মোট ৮৬০০ কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে এখানে। গত তিন মাসের রাজ্যগুলি সফলভাবে ১২ লক্ষেরও বেশি নতুন বিক্রেতাকে এই লোন পাইয়ে দিয়েছে বলেই সূত্রের খবর।

Follow Us

Site Navigation

Most Popular