Monday, December 2, 2024
HomeTrending Newsমাত্র ১৫ দিনেই বাড়িয়ে নিন ফলোয়ার্স, জানুন গোপন ট্রিকস!

মাত্র ১৫ দিনেই বাড়িয়ে নিন ফলোয়ার্স, জানুন গোপন ট্রিকস!

বিগত কয়েক বছরে Instagram সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। আর যত ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ছে ততই পরিচিত হয়ে উঠেছে কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) শব্দটি।

বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরটা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করছেন যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন, ব্র্যান্ড স্পন্সারশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, পণ্যদ্রব্য বিক্রয় ইত্যাদি। কিন্তু আপনি যে বিষয়ে কন্টেন্ট ভিডিও বানান না কেন ভাইরাল হওয়ার প্রাথমিক শর্ত ফলোয়ার্স (Followers) বাড়ানো‌। কারণ ফলোয়ার্স বাড়লে পেজ মনিটাইজেশন ও পাবেন আর সেখান থেকেই হবে আয়।

সোশ্যাল মিডিয়া একাউন্টের ফলোয়ার্স বাড়ানোর একাধিক উপায় রয়েছে। বেশ কিছু টিপস রয়েছে যেগুলো ফলো করলে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে। চলুন আজকে সেই সমস্ত ট্রিকস গুলোই জেনে নেওয়া যাক।

১) সঠিক ক্রিয়েটিভ বিষয় সিলেক্ট করুন:

আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন তার সঠিক ও ক্রিয়েটিভ উপায়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ‌বর্তমানে মানুষের হাতে সময় খুব কম তাই ভিডিও হতে হবে স্বল্পদৈর্ঘ্যের। অল্প সময়ের সঠিক তথ্য উপস্থাপন করতে হবে।

২) প্রতিনিয়ত পোস্ট করুন:

এখন এক ছাতার তলায় সব প্ল্যাটফর্ম। ‌ মেটার নতুন ফিচারে এক ক্লিকে ইনস্টা থেকে ফেসবুক ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে চলে আসা যায়। তাই আপনি যে রিলস বা ভিডিও বানাবেন সেগুলি প্রত্যেকটি প্লাটফর্মে পোস্ট করুন। এইভাবে ফলোয়ার্স সংখ্যা বাড়াতে পারবেন।

৩) ট্রেন্ডিং টপিক খুঁজুন:

চলমান কোনো জনপ্রিয় মিউজিক বা ট্রেন্ডের সুযোগ নিন। ট্রেন্ডিং মিউজিকের সাথে ট্রেন্ডিং বিষয়গুলি যুক্ত করে পোস্ট করলে দর্শকরা আরও বেশি আকৃষ্ট হবে। ‌ তবে অবশ্যই এর মধ্যে থেকে নিজের মৌলিকতা হারালে চলবে না।

৪) আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার করুন:

শুধু ভালো কনটেন্ট বানালেই হবে না তার সাথে আকর্ষণীয় ক্যাপশনও ব্যবহার করতে হবে। এমন ক্যাপশন ব্যবহার করুন যার সাথে মানুষ নিজের জীবনের সাথে মেলাতে পারে। ফলোয়ার্স বাড়ানোর মূল কথাই হল মানুষের অনুভূতি, ধারণা, মনোভাবের সাথে ভিডিওর বিষয়বস্তুর সামঞ্জস্যসাধন।

৫) আকর্ষণীয় থাম্বনেইল, প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন:

ভিডিওতে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন এটি কি ওয়ার্ড সার্চের ক্ষেত্রে সহায়ক। ‌এছাড়া আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করুন। এটি আপনার কনটেন্টে এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে।

এছাড়াও আপনি যে বিষয়ের উপর রিলস ভিডিও বানাতে চান সেই বিষয়ের উপর যারা রিলস ভিডিও বানিয়েছে এর আগে তাদের ভিডিও দেখুন। এই ধরনের ক্রিয়েটারদের একটি লিস্ট তৈরি করুন। তাদের পেজকে কমেন্ট, লাইকের মাধ্যমে ধীরে ধীরে সাপোর্ট করতে থাকুন এতে আপনার ভিডিওতেও এনগেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়াতেও সুবিধা হবে‌।

যারা রিলস্ বানাতে ভালোবাসেন এবং কনটেন্ট ক্রিয়েশনকে আয়ের পথ হিসাবে বাছতে চান তারা এই টিপসগুলি ফলো করতে পারেন। তবে মনে রাখবেন একদিন কিন্তু ফলোয়ার্স রাতারাতি বেড়ে যায় না এর জন্য প্রয়োজন ধৈর্য্য ও পরিশ্রম।

গৌতম মন্ডল
গৌতম মন্ডলhttps://bongfind.com/
গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।

Most Popular